Monday, November 17, 2025
দেশ

১৭,০০০ ফুট উচ্চতায় স্বাধীনতা দিবস উদযাপন ITBP জওয়ানদের

লাদাখ: শনিবার ৭৪তম স্বাধীনতা দিবস। কিন্তু প্রতিবারের মতো এবার করোনা আবহে সেভাবে স্বাধীনতা দিবসের উদযাপন হল না। এদিন দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে চিনকে কড়া হুঁশিয়ারি দেন। পাশাপাশি, জওয়ানদের বীরত্বের কথা তুলে ধরেন। তখন লাদাখে ১৭ হাজার ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন করলেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের জওয়ানরা।

লাদাখে সীমান্ত লাগোয়া একাধিক জায়গায় তেরঙা উত্তোলন করেন জওয়ানরা। সেনাবাহিনীর প্রকাশ করা এক ভিডিওতে দেখা যাচ্ছে জওয়ানরা প্যাংগং লেকের ধারে তেরঙা উত্তোলন করছেন।


ভিডিওতে দেখা যায়, সীমান্তে মোতায়েন জওয়ানরা সবাই বুক ফুলিয়ে মাথা উঁচু করে স্যালুট করেছেন তেরঙ্গাকে। উল্লেখ্য, প্যাংগং লেক নিয়ে চিনের সাথে ভারতের ঝামেলা চলছে। সেই আবহে প্যাংগং লেকের পাশে তেরঙ্গা উড়িয়ে সম্প্রসারণবাদী চিনকে কড়া বার্তা দেওয়া হল।

উল্লেখ্য, ৭৪ তম স্বাধীনতা দিবসে পূর্বে লাদাখের গালওয়ানে গত ১৫ জুন রাতে চিনা সেনার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করা ২১ জন বীর আইটিবিপি জওয়ানকে পুরষ্কৃত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চিনা সেনার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিলেন এই ২১ জওয়ান।