Sunday, March 16, 2025
দেশ

কমল নাথের প্রাক্তন ব্যক্তিগত সচিবের বাড়িতে আয়কর হানা, উদ্ধার ৯ কোটি টাকা

ভোপাল: কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের প্রাক্তন ব্যক্তিগত সচিব তথা প্রাক্তন অফিসার অন স্পেশ্যাল ডিউটি প্রবীণ কক্করের ইন্দোর ও ভোপালের বসতবাড়ি এবং দফতরে অভিযান চালিয়ে ৯ কোটি টাকা বাজেয়াপ্ত করল আয়কর দফতর।

মধ্যপ্রদেশে সব মিলিয়ে প্রায় ২৩টি জায়গায় অভিযান চালায় আয়কর দফতর। অভিযান চলেছে দিল্লি ও গোয়ার ২০টি জায়গাতে। তল্লাশি চলেছে কমল নাথের প্রাক্তন প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র মিগলানির দিল্লির অভিজাত বাসভবনেও। মিগলানি বলেছেন, ছিন্দওয়াড়ার আছি। অভিযান সম্পর্কে কিছু জানি না। অন্যদিকে, প্রবীণ কক্কর কোনও প্রতিক্রিয়া দেননি।

সূত্রের খবর, এই তল্লাশি অভিযানে একাধিক আইএএস এবং আইপিএস অফিসারের বিনিয়োগ সংক্রান্ত নথিপত্র খুঁজে পেয়েছে আয়কর দফতর। প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে আয়কর জমা না দেওয়ার অভিযোগ।

এছাড়া কমল নাথের অফিসার অন স্পেশাল ডিউটি রাতুল পুরীর এক ঘনিষ্ঠ সহযোগী প্রতীক যোশীর বাসভবনেও তল্লাশি করা হয়েছে। প্রায় ৩০০ জন কর্মী ও অফিসার নিয়ে ইন্দোর, ভোপাল, দিল্লি, গোয়া-সহ দেশের মোট ৫০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর।