Sunday, September 15, 2024
আন্তর্জাতিক

২০ হাজার পর্ন ও ২২৩৫ জুয়ার সাইট, Tik Tok বন্ধ করা হচ্ছে

ঢাকা: ইন্টারনেটে ভিডিও শেয়ারিংয়ের অ্যাপ Tik Tok বন্ধের কথা নিশ্চিত করেছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টেে তিনি এ কথা জানান। সিনেমার জনপ্রিয় গান কিংবা ডায়ালগের একাংশের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরির অ্যাপ টিকটক নিয়ে বেশ সমালোচনা রয়েছে। এই অ্যাপটির মাধ্যমে অশ্লীল কন্টেন্ট, ব্যঙ্গাত্মক ভিডিও ও অসুস্থ মানসিকতা ছড়িয়ে পড়ছে বলে মনে করেন অনেকেই।

পাশাপাশি ১৫,৬৩৬টি পর্ন সাইট ও ২,২৩৫টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করার কথাও ফেসবুকে জানিয়েছেন তিনি। মোস্তফা জব্বার ফেসবুকে লেখেন, এবার খোঁজে পেলাম ১৫৬৩৬টি পর্নো ও ২২৩৫টি জুয়ার সাইট। সাথে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা। জয় বাংলা। আমার সহকর্মীদেরকে অনেক ধন্যবাদ সহায়তার জন্য।

বুধবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইইবির কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত ‘সাইবার নিরাপত্তা এবং ভবিষ্যত চ্যালেঞ্জ’ শিরোনামের এক আলোচনা অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল নিরাপত্তার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যেই ২০ হাজার পর্নে সাইট বন্ধ করা হয়েছে। তিনি বলেন, দ্রুত গতির ইন্টারনেটের পাশাপাশি ইন্টারনেট নিরাপত্তা অপরিহার্য। শিশুদের ইন্টারনেটে আসতে বলছি, কারণ ইন্টারনেট হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান ভান্ডার। তাই শিশুদের জন্য ইন্টারনেট নিরাপদ করতে আমাদের সাইবার নিরাপত্তা কর্মসূচি অব্যাহত থাকবে।

এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট আমিনুওল হাকিম বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে এরই মধ্যে গত ছয় সপ্তাহে ৪ হাজারের বেশি সাইট বন্ধ করা হয়েছে। রবিবার বিটিআরসি আরও ১৭৬টি জুয়ার সাইট বন্ধের নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি সেকেন্ডে বর্তমানে ১ হাজার ১০০ গিগাবিট ব্যান্ডউইথ ব্যবহার হয়। পর্ন সাইটগুলো বন্ধ হলে সেগুলোর নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা করে যাবে। এতে ইন্টারনেটের ব্যান্ডউইথও সাশ্রয় হবে।