Monday, March 24, 2025
দেশ

‘গত ৭০ বছরে যা হয়নি, ৭০ দিনে তা করেছি’, ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে দাবি মোদীর

নয়াদিল্লি: মোদী সরকার বাতিল করেছে সংবিধানের ৩৭০ ধারা। লালকেল্লায় ৭৩তম স্বাধীনতা দিবসের ভাষণে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মোদী বলেন, বিজেপি সরকার সিদ্ধান্ত নিতে দেরি করে না। আমরা সমস্যা ফেলে রাখি না। স্বল্প সময়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছি। সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন বুঝতে পেরে সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করেছি।

মোদী বলেন, গত ৭০ বছর ধরে যে কাজ বকেয়া পড়ে রয়েছে, তা বিজেপি সরকার ৭০ দিনের মধ্যে করেছে। আগের সরকার কাশ্মীর সমস্যার সমাধানে পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তা ফলপ্রসূ হয়নি।


প্রধানমন্ত্রীর কথায়, আমার সরকার সিদ্ধান্ত নিতে দেরি করে না। আমরা সমস্যা ফেলে রাখি না। এদিন ৯২ মিনিটের ভাষণে ১০ মিনিট ধরে ৩৭০ ধারার বিলোপের ব্যাখ্যা করেন মোদী। ব্যাখ্যা করেন কেন জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়েছে এবং কেন তা কাশ্মীরিদের পক্ষে হিতকর।

মোদী বলেন, গোটা দেশের দায়িত্ব জম্মু ও কাশ্মীরের মানুষের আশা আকাঙ্খা পূরণের জন্য এগিয়ে আসা। সেখানের সাধারণ মানুষ যেন সমস্ত সুখ পান, তার জন্য সকলকে সচেষ্ট হতে হবে বলেও এদিন মোদী জানান।