Thursday, September 19, 2024
দেশ

রাস্তায় থুথু-পানের পিক ফেললে পরিষ্কার করতে হবে নিজেকেই, দিতে হবে জরিমানাও

পুনে: শহর পরিষ্কার রাখতে চিরুনি অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। রাস্তায় থুথু, পানের পিক কিংবা ময়লা ফেললেই মহাবিপদ। কেননা এ বার থেকে রাস্তায় থুথু কিংবা পানের পিক ফেললে আপনাকে দিয়েই তা পরিষ্কার করাবে পুরসভা। গুনতে হবে জরিমানাও। সম্প্রতি এমনই নিয়ম চালু হয়েছে পুনে শহরে।

পুনের কর্পোরেশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান দানেশ্বর মোলক জানিয়েছেন, শুধুমাত্র আর্থিক জরিমানা নিয়ে কোনও কাজ হচ্ছে না। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে পুনের পাঁচটি ওয়ার্ড বিবওয়াড়ি, আন্ধ, ইয়েরাওয়াড়া, কসবা ও ঘোলে রোডে এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এই নিয়মে সাফল্য এলে আগামিদিনে অন্যান্য জায়গাতেও এই নিয়ম চালু করা হবে।

গত আট দিনে রাস্তায় থুথু ফেলার অভিযোগে ১৫৬ জনকে হাতেনাতে ধরে তাদের দিয়েই তা পরিষ্কার করানো হয়েছে। সেই সঙ্গে প্রত্যেকের কাছ থেকে ১৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। সবার সামনে প্রকাশ্যে রাস্তায় থুথু পরিস্কার করতে হলে অনেকেই লজ্জিত হবেন। সেই ভেবে রাস্তায় থুথু ফেলার অভ্যাস বন্ধ হতে পারে। আর এই ভাবনা থেকেই এমন নির্দেশিকা জারি করেছে পুনের পুরনিগম কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২০১৮ সালের স্বচ্ছতা সমীক্ষায় ১০ নম্বরে ছিল পুনে। শীর্ষে ছিল মধ্যপ্রদেশের ইন্দোর। সামনের বছর সেই জায়গায় পুনেকে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পুরকর্তা।