Thursday, June 19, 2025
Latestদেশ

এই প্রথম, ৭১তম প্রজাতন্ত্র দিবসে কেরলের সমস্ত মসজিদে উড়ল জাতীয় পতাকা

তিরুবনন্তপুরম: দেশের ৭১ তম প্রজাতন্ত্র দিবসে কেরলের সমস্ত মসজিদে উঠল জাতীয় পতাকা। পাঠ করা হল ভারতের সংবিধানের প্রস্তাবনাও। জানা যায়, জাতীয় ঐক্য ও সৌভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় তুলে ধরার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেরল ওয়াকফ বোর্ড।

২৫ জানুয়ারি কেরলের সমস্ত মসজিদে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য রাজ্যের প্রতিটি মসজিদ কমিটির কাছে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাতে বলা হয়, রবিবার সকাল সাড়ে ৮টার সময় রাজ্যের প্রতিটি মসজিদে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। তারপর সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে হবে।

কেরলের CPI(M)-এর রাজ্য কমিটির সদস্য ও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান টিকে হামসা বলেন, বর্তমানে আমাদের দেশ খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা দেখে আমরা আর চুপ থাকতে পারি না। বর্তমান সময়কার পরিস্থিতি দেখে মুসলিমরা আতঙ্কিত হয়ে পড়েছেন। যেমনটা এর আগে কখনও হতে হয়নি।

টিকে হামসা জানান, দেশের ঐক্যকে আরও দৃঢ় করতে ও আতঙ্কিত মুসলিমদের মধ্যে বিশ্বাস ফেরাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। তাঁর মতে এই ধরনের কাজে জাতীয় সংহতি বাড়বে ও মানুষের মধ্যে ভরসাও বাড়িয়ে তুলবে।