Monday, March 24, 2025
Latestআন্তর্জাতিক

ইমরান খানের স্ত্রীর প্রতিচ্ছবি ধরা পড়ে না আয়নায়, চাঞ্চল্যকর দাবি পাক মিডিয়ায়

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির সম্পর্কে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল পাকিস্তানের সংবাদমাধ্যম ক্যাপিটাল টিভি। একটি প্রতিবেদনে তাঁরা দাবি করেছে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ছবি আয়নাতে ধরা পড়ে না। প্রতিবেদনে বলা হয়েছে, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির কর্মীরা দাবি করেছেন, বুশরার ছবিগুলি আয়নাতে দেখা যায় না।

আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, পাঁচ সন্তানের মা বুশরা মানেকার কাছে দুটি ‘জ্বিন’ রয়েছে, যাকে তিনি রান্না করা মাংস খাওয়ান। আর তার জেরেই নাকি সব অসম্ভব সম্ভব হয়ে যায়। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার ৬ মাস আগেই বুশরাকে বিয়ে করেন ইমরান খান। তার আগেই অবশ্য ছাড়াছাড়ি হয়েছিল রেহাম খানের সঙ্গে। ইমরানের প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ এবং দ্বিতীয় স্ত্রী বিবিসির প্রাক্তন উপস্থাপিকা রেহাম খান জনসমক্ষে প্রায়ই আসতেন। তবে বুশরা সামনে এলেও সবসময়ই বোরকা পরা।

ইমরান খান রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ৭৪ তম অধিবেশনে যোগ দেওয়ার আগে সৌদি আরব সফর করেন। এ সময় তিনি স্ত্রী বুশরার সাথে মক্কায় ওমরাহ করেন। এই সময়ে বুশরাকে বোরকায় মাথা থেকে পা পর্যন্ত আচ্ছাদিত ছবিতে দেখা যায়।

সাম্প্রতিক সমীক্ষা বলছে, গত এক বছরে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তৃতীয় স্ত্রী ৪১ বছর বয়সী বুশরাকে পাকিস্তানের লোকেরা গুগলে সবচেয়ে বেশি খোঁজাখুঁজি করেছেন। শোনা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আগে বুশরাকে অনুসরণ করেছিলেন ইমরান খান। বুশরা ইমরানকে বলেছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে বিয়ে করতে হবে। গত বছর ফেব্রুয়ারিতে আচমকা আধ্যাত্মিক ইমরান তাঁর পথপ্রদর্শ বুশরাকে বিয়ে করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন।

ক্যাপিটাল টিভির প্রতিবেদনে দাবি, একটি গলার আওয়াজ শুনতে পান বুশরা। আর সেই আওয়াজই নাকি তাঁকে সঠিক পথ বলে দেয়। বুশরাকে সেই অশরীরী আওয়াজ জানিয়েছিল, যদি ইমরান খান প্রধানমন্ত্রী হতে চান তবে তাঁকে সঠিক মহিলাকে বিয়ে করতে হবে।

বুশরা প্রথমে ইমরানকে তাঁর বোনের সঙ্গে বিয়ে করতে বলেছিলেন। এমনকি বুশরা তাঁর মেয়ের সঙ্গে ইমরানকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। এর পর স্বপ্নে ওই অশরীরীর আওয়াজ তাঁকে জানায়, বুশরাকেই বিয়ে করতে হবে ইমরানকে। বুশরার তখনকার স্বামীও ডিভোর্স দিতে রাজি হয়ে যান। দায়িত্ব গ্রহণের ছয় মাস আগে, ইমরান বুশরা বিবিকে বিয়ে করেছিলেন।