Thursday, June 19, 2025
Latestআন্তর্জাতিক

বাংলাদেশের পুরোনো ভিডিও ভারতের মুসলিমদের ওপরে অত্যাচার দাবি করে বিপাকে ইমরান খান

ইসলামাবাদ: বাংলাদেশের পুরোনো ভিডিও উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার দাবি করে বিপাকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নেটিজেনদের তুলোধোনায় শেষপর্যন্ত টুইটটি ডিলিট করতে বাধ্য হন ইমরান খান। তবে এবারই প্রথম নয়, এর আগেও পাকিস্তানের অন্যান্য মন্ত্রীরাও ভুয়ো খবর ছড়িয়েছেন।

শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিট নাগাদ নিজের টুইটারে থেকে একটি ভিডিও পোস্ট করেন ইমরান খান। তিনি দাবি করেন, মুসলিমদের ওপর উত্তরপ্রদেশের পুলিশ হামলা চালিয়েছে। পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে। অনেকে নেটিজেন পাল্টা জানিয়ে দেন, এটি ভুয়া একটি ভিডিও। ভুয়া ভিডিও পোস্ট করেছেন ইমরান খান। টুইটটি পোস্ট করার দুই ঘণ্টার মধ্যেই সরিয়ে নেওয়া হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে।


এদিকে, ইমরান খানের দাবি নিয়ে সরব হয়েছে উত্তরপ্রদেশ পুলিশও। ইমরানের ওই টুইটের পাল্টা হিসেবে উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে, এটা উত্তরপ্রদেশের নয়, ২০১৩ সালের মে মাসে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ঘটনা। পোশাকে লেখা রয়েছে র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন)। এ টুইটের সঙ্গে বেশ কিছু লিঙ্ক দিয়ে উত্তরপ্রদেশ পুলিশ লিখেছে, এ বিষয়ে আপনাকে অবগত করতে এই লিংকগুলো সাহায্য করবে।

ভিডিওটি আসলে ২০১৩ সালের। ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের। শহরের কিছু এলাকায় দোকানপাটে আগুন দেওয়া হয়। এরপরই পুলিশ লাঠিপেটা শুরু করে। ইমরান খান টুইট করেন ২০১৩ সালের বাংলাদেশের সেই ঘটনার ভিডিও।