আপনার শিকড় কেটে গেছে, সরকার পতনের দিন গণনা শুরু করুন, ইমরানকে মাওলানা ফজলুর
ইসলামাবাদ: পাকিস্তানের ক্ষমতাসীন দল পিটিআই সরকারের কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, সরকারের দিন গণনা করা হচ্ছে ও সরকার পতনের দিন গণনা শুরু করুন। প্রধানমন্ত্রী ইমরান খান আপনার শিকড় কেটে গেছে, আপনি আতঙ্কিত, আপনি আপনার সরকার পতনের জন্য দিন গণনা শুরু করুন।
বান্নুতে অবস্থান কর্মসূচিতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে মাওলানা ফজলুর রহমান এই মন্তব্য করেন। তিনি বলেন, শাসক গোষ্ঠী অক্ষম অথবা তাঁরা অর্থনীতিকে পঙ্গু করতে কারও এজেন্ডা বাস্তবায়নে দেশকে ধ্বংস করছে।
প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়ার গর্বাচেভ হওয়ার চেষ্টা করছেন জানিয়ে ফজলুর রহমান বলেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট সোভিয়েত ইউনিয়ন ভাঙা, ঠাণ্ডা যুদ্ধ অবসান ও অর্থনীতির বিকেন্দ্রীকরণ করেছিলেন। প্রধানমন্ত্রী ইমরান খানকে সতর্ক করে তিনি আরও বলেন, আপনার শিকড় কেটে গেছে, আপনি আতঙ্কিত, আপনি সরকার পতনের দিন গণনা শুরু করুন।
বৃহস্পতিবার ফজলুর রহমান অভিযোগ করেছেন, পিটিআইয়ের পক্ষ থেকে তাকে ও অন্যান্য বিরোধী নেতাদের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। যেন তাঁরা আজাদি মার্চ পরিত্যাগ করে সরকারের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন।