ইমরান খানকে ‘টেররিস্তান’-এর রাষ্ট্রপ্রধান বলে কটাক্ষ করলেন সম্বিত পাত্র
নয়াদিল্লি: নানকানা সাহিব গুরুদ্বারে হামলার ঘটনায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কড়া সমালোচনা করলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। সম্বিত পাত্র রবিবার বলেছেন, ইমরান খান এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যার নাম ‘টেররিস্তান’। আমাদের দাবি অবিলম্বে তিনি নানকানা সাহিব ঘটনা প্রসঙ্গে দ্রুত পদক্ষেপ নিক। ভারতে সংখ্যালগুদের নিয়ে বলার আগে তার উচিত নিজের দেশের পরিস্থিতি সামাল দেওয়া।
ইমরান খান টুইটে গুরুদ্বারা নানকানা সাহেবের এই ঘটনায় ভারতের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবিষয়ে সম্বিত পাত্র আমাদের বক্তব্য হচ্ছে ইমরান খান এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যেটিকে ‘টেররিস্তান’ বলা হয়। তিনি একটি পরিবেশ তৈরি করছেন ভারতের বিরুদ্ধে। বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক ও বিমান-হামলার পরে খানের অবস্থা এমন যে, তিনি সন্ত্রাসবাদের প্রচার করছেন।
সম্বিত পাত্র লিখেছেন, আজ, ভারতের জনগণ ইমরান খানকে তার নিজের দেশের পরিস্থিতি খতিয়ে দেখার বিষয়ে সতর্ক করেছে। দেশ বিভাগের পরে, পাকিস্তানে সংখ্যালঘুদের সংখ্যা প্রায় ২৩ শতাংশ ছিল। এখন পাকিস্তানে সংখ্যালঘুরা ১.৫ শতাংশেরও কম। পেশোয়ারে রবীন্দ্র সিং নামে এক শিখ যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তার দেশের পরিস্থিতিতে ভারত সম্পর্কে মন্তব্য করার কোনও অধিকার তার নেই।
এর আগে শুক্রবার লাহোরের নিকটবর্তী নানকানা সাহেব গুরুদ্বারে হামলা চালিয়েছিল একদল ক্ষিপ্ত জনতা। ভারতীয় বিদেশমন্ত্রক এই ঘটনায় জানিয়েছে, পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের সদস্যরা নানকানা সাহেবে গুরুদ্বারে হিংসার শিকার হয়েছে।