সবার দরজায় দরজায় ঘুরে নিজেকে কার্টুনে পরিণত করেছেন ইমরান, কটাক্ষ রাজনাথের
মুম্বাই: ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার নৌসেনায় নতুন ডুবোজাহাজ আইএনএস খান্ডেরির উদ্বোধনে গিয়ে তিনি বলেন, ২৬/১১ এর ধাঁচে জলপথে ফের জঙ্গি হামলার ষড়যন্ত্র চলছে। ভারতের নৌবাহিনী প্রস্তুত সেই হামলা ঠেকাতে। পাকিস্তানকে কটাক্ষ তিনি বলেন, ভারতের বিরুদ্ধে ইমরান খান এখন সবার দরজায় দরজায় ঘুরছেন। পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেকে কার্টুনের চরিত্রে পরিণত করেছেন। দিনে দিনে তিনি কার্টুনিস্টদের পছন্দের চরিত্র হয়ে উঠছেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইমরান খানকে কটাক্ষ করে বলেন, ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে ভারতের বিরুদ্ধে দরজায় দরজায় ঘুরে নিজেরেই হাসির খোরাকে পরিণত করেছেন ইমরান খান। কার্টুনের চরিত্রে পরিণত হয়েছেন তিনি।
রবিবার ডুবোজাহাজ খান্ডেরির উদ্বোধন করেন রাজনাথ। প্রতিবেশীকে সতর্ক করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আইএনএস খান্ডেরি ডুবোজাহাজটি পেয়ে ভারতের নৌবাহিনীর শক্তি বহুগুণ বেড়ে গেল। কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে শক্তিশালী ও আধুনিক করে তুলতে চায়। যারা শান্তির পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নৌবাহিনী।
প্রসঙ্গত, শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে পাক প্রধানমন্ত্রী ইমরান খান পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। তার কড়া জবাব দিয়েছে ভারত। রাজনাথ সিং বলেছেন, ইমরান এখন সবার দরজায় দরজায় ঘুরছেন। তিনি কার্টুনিস্টদের পছন্দের চরিত্র হয়ে উঠছেন।
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের জন্য ইমরান ইতিমধ্যে নানা দেশের কাছে আবেদন করেছেন। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন, গোটা বিশ্ব দেখেছে কিভাবে ভরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বনেতারা অভ্যর্থনা জানালেন। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মোদী সরকারের শক্তির কথা স্বীকার করেছেন।