Monday, March 17, 2025
আন্তর্জাতিক

ভূগোল ইতিহাসের পর এবার অঙ্কে তালগোল পাকিয়ে হাসির খোরাক ইমরান খান

ইসলামাবাদ: ইতিহাস, ভূগোলের পর এবার অঙ্কে ভুল করে বসলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দাবি করেছেন, কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮টি দেশ পাকিস্তানের পক্ষে কথা বলেছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের সম্মেলন শেষ হওয়ার পরই পরিষদে যে দেশগুলি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ জানান ইমরান খান।

এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ১০ সেপ্টেম্বর মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানের পক্ষে যোগদানকারী ৫৮টি দেশকে ধন্যবাদ জানাচ্ছি। ভারতের শক্তি প্রয়োগ বন্ধ করা, অবরোধ দেওয়া, অন্যান্য নিষেধাজ্ঞা অপসারণ, কাশ্মীরিদের অধিকারকে সম্মান করা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রস্তাবের মাধ্যমে ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি জোরালো হচ্ছে।

তবে সমস্যাটা হলো ইমরান খান সম্ভবত কাশ্মীর প্রশ্নে অল্প কিছু সমর্থন পেয়েই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। যার ফলে অঙ্কের হিসাবে মস্তবড় ভুল করে ফেলেন। কারণ রাষ্ট্রসংঘের নিজস্ব ওয়েবসাইটে পরিষ্কার জানানো হয়েছে, তাঁদের সদস্য দেশের সংখ্যা ৪৭টি। দেশগুলি হলো- আফ্রিকা মহাদেশের ১৩টি দেশ, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় এলাকার ১৩টি দেশ, লাতিন আমেরিকা ও ক্যারিবিয় দেশগুলি থেকে ৮টি দেশ ও পশ্চিম ইউরোপ ও অন্যান্য এলাকার ৭টি দেশ। কাজেই ৫৮টি দেশ তিনি কোথা থেকে পেলেন তাই নিয়ে প্রশ্ন উঠেছে।


পাক প্রধানমন্ত্রীর এই টুইট ভাইরাল হতে বেশি সময় লাগেনি। পড়ে যায় হাসির রোল। এর আগে ইরান সফরে গিয়ে জার্মানি ও জাপান নিয়ে ইতিহাস ভূগোলের বড় ভুল করেছিলেন ইমরান। সেবার জার্মানির সঙ্গে জাপানের সীমান্ত খুঁজে বের করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ট্রোলড হয়েছিলেন তিনি। প্রশ্নের মুখে পড়ে একজন রাষ্ট্রপ্রধানের সাধারণ জ্ঞানও। সেই কথা উল্লেখও করেছেন কেউ কেউ।