রাষ্ট্রপুঞ্জের ভাষণে মোদীকে ‘প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করে ট্রোলড ইমরান খান
নিউ ইয়র্ক: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার (UNGA) ৭৪তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘প্রেসিডেন্ট মোদী’ সম্বোধন করে ট্রোলড হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই মন্তব্যের পরেই ইমরানকে এক হাত করে নিল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা রীতিমতো পাক প্রধানমন্ত্রীকে খিল্লি করে বলেছেন, ইমরান কি জানেন, উনি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন? কেউ এমনও বলেছেন, উনি কি মোদীর বিশেষ সম্মান প্রদর্শন করতেই তাঁকে ভারতের রাষ্ট্রপতি বানিয়ে দিলেন!
তবে প্রথমবার হয় এর আগেও উল্টোপাল্টা মন্তব্য করে ট্রোলের শিকার হয়েছেন ইমরান। এর আগেও ভুল মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছেন তিনি। চলতি বছরের এপ্রিলে তেহরানে একটি সাংবাদিক সম্মেলনে ইমরান খান মন্তব্য করেছিলেন, জার্মানি এবং জাপান একই সীমান্ত ভাগ করে। ভূগোলে এহেন তালগোল পাকানো মন্তব্যে করে ব্যাপক ট্রোলডের শিকার হন তিনি।
শুক্রবার UNGA-সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে বিশ্বশান্তির বাণী শুনিয়েছেন। অন্যদিকে ইমরান তার নিজের জাত চিনিয়ে ঘুরিয়ে যুদ্ধের হুমকি দিয়েছেন। ভারতকে আক্রমণ শাণাতে গিয়ে আক্ষরিক অর্থেই খেই হারিয়ে ফেলেন পাক প্রধানমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জে বরাদ্দ সময় ১৫ মিনিট। কিন্তু ইমরান বরাদ্দ সময়ের দ্বিগুণ সময় নিয়ে শুধু ভারতকেই আক্রমণ শাণালেন।
অন্যদিকে, মোদী বক্তব্য রেখেছেন ১৭ মিনিট। সরাসরি তিনি পাকিস্তানকে টার্গেট করেননি। পাকিস্তানের নামও তাঁর বক্তব্যে একবারের জন্যেও উচ্চারণ করেননি। শুধু ভারত বিশ্বের কাছে দৃষ্টান্তমূলক কী কী উপস্থাপন করেছে, তার ব্যাখ্যা দিয়ে তিনি শান্তির বার্তা দিয়েছেন। তিনি বলেন, ভারত যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে।