Monday, March 17, 2025
আন্তর্জাতিক

আমেরিকার মদতে জঙ্গিদের ট্রেনিং দিয়েছিল পাকিস্তানই: ইমরান খান

ইসলামাবাদ: জঙ্গিদের স্বর্গরাজ্য পাকিস্তান। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জঙ্গিদের সন্তান স্নেহে লালন–পালন করছে ইসলামাবাদ। দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে এই দাবি করে এসেছে ভারত। এবার নিজের মুখেই সেকথা মেনে নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার বিস্ফোরক স্বীকারোক্তিতে ইমরান খান জানান, আশির দশক থেকেই আমেরিকার মদতে জঙ্গিদের ট্রেনিং চলছে পাকিস্তানে। আর পাক প্রধানমন্ত্রীর এই স্বীকারোক্তির পরেই সরগরম আন্তর্জাতিক মহল।

রাশিয়ার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ইমরান বলেন, আশির দশকে আফগানিস্তানে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে লড়াই চালাতে‌ জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান। সে জন্য অর্থ জুগিয়েছিল আমেরিকা। ইমরান খানের মন্তব্য, ওই সময়ে আমরা এই সব জঙ্গিকে প্রশিক্ষণ দিয়েছি সোভিয়েতের বিরুদ্ধে লড়তে। কারণ, রুশ প্রশাসন আফগানিস্তানের দখল নিয়েছিল। তাই জঙ্গিদের তৈরি করতে টাকা ঢেলেছিল আমেরিকা।


ইমরান খান বলেন, এখন ওই জঙ্গিরাই পাকিস্তানের বিরুদ্ধে। এমনকি আমেরিকাও মনে করছে এটা আর জেহাদ নয়, কেবল সন্ত্রাসবাদ। পাক প্রধানমন্ত্রী আরও বলেন, এই যুদ্ধে পাকিস্তান ৭০ হাজার মানুষকে হারিয়েছে। পাশাপাশি ১০০ বিলিয়ন ডলারের অর্থনীতি নষ্ট হয়েছে আমাদের। ইমরানের মন্তব্য, শেষমেশ ব্যর্থতার দায়ও আমাদের উপরেই চাপিয়েছে আমেরিকা। তবে এটা একেবারেই অন্যায্য।

ইমরানের দাবি, আফগানিস্তানে মার্কিন সেনা যখন ঢোকে এবং তালিবানকে কাবু করতে শুরু করে, তখন পাকিস্তানের উচিত ছিল নিরপেক্ষ থাকা। তাঁর কটাক্ষ, এক দশক পরে জঙ্গি গোষ্ঠীগুলো এখন বলতেই পারে, মার্কিনরা আফগানিস্তানে এসেছে, এ বার ওদের কাছে আমাদের লড়াইটা আর জেহাদ নয়, সন্ত্রাস। ইমরানের কথায়, এটা একেবারেই স্ববিরোধী বিষয়। আমার মনে হচ্ছে, পাকিস্তানের উচিত ছিল নিরপেক্ষ থাকা। কারণ, ওই জঙ্গি গোষ্ঠীগুলো এখন আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে।