Tuesday, June 24, 2025
Latestখেলা

নাগরিকত্ব আইনে দেশের প্রত্যেকেরই লাভ হবে: রবি শাস্ত্রী

পুনে: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। প্রতিবাদ, ধর্মঘট, ভাঙচুর চলছেই। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের অবিজেপি মুখ্যমন্ত্রী সিএএ আইনের বিরোধীতা করছেন। এর মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সরাসরি মোদী সরকারকে সমর্থন জানালেন জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

নিউজ-১৮ কে দেওয়া সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেন, ভারতের হয়ে খেলছি ১৮ বছর বয়স থেকে। আমার দলেও একাধিক ভাগ ছিল- ধর্মের, জাতির, শ্রেণির। তবে আমি বলব, ভারতীয় হিসেবে শুধু ভাবুন। দেশের কেন্দ্রীয় সরকার নিশ্চয় এই বিষয়ে তলিয়ে ভেবেছে। এখন ব্যবহারিক জীবনে এসব প্রয়োগ করার বিষয়। এতে সমাজের কিছু বিষয়ে উন্নতি হবে।


রবি শাস্ত্রী বলেন, আমি এই বিষয়ে বিশদে যাচ্ছি না। আমি শুধু বলতে চাই, আমি যা অনুভব করি, ভারতীয় হিসেবেই। ধৈর্য্য ধরা উচিত। নয়া আইনটিকে এবার কার্যকর করার সময় হয়েছে। যদি এই আইনে এখনও কিছু পরিবর্তনের দরকার হয়, আমি নিশ্চিত সরকার করবে। আমি ভারতীয় হিসেবেই এই কথা বলছি। দেশের উন্নতির জন্য এই কথা বলছি। প্রত্যেকেরই এতে উপকার হবে।

এর আগে সিএএ ইস্যুতে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, এই আইনের ব্যাপারে কোনও ধারনা আমার নেই। কিছু না জেনে মন্তব্য করা ঠিক হবে না। আমি কিছু বললে, তারপর অন্য কেউ কিছু বলবে। এতে শুধুু কথাই বাড়বে। তাই এই মুহূর্তে আমি কোনও মন্তব্য করব না।