Thursday, June 19, 2025
Latestরাজ্য​

‘আমি ঈশ্বরের বিশেষ সন্তান’, ফতোয়া উড়িয়ে বললেন নুসরাত

কলকাতা: অষ্টমীতে অঞ্জলি দেওয়ায় উত্তরপ্রদেশের একজন মুসলিম ধর্মীয় নেতার সমালোচনার মুখে পড়েন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। ওই নেতার আক্রমণের পাল্টা জবাবে নুসরত বলেছেন, তিনি ‘ঈশ্বরের বিশেষ সন্তান’ এবং এ ধরণের বিতর্কে তাঁর কিছু যায় আসে না।

চালতাবাগান দুর্গাপুজোর মণ্ডপে তাঁর স্বামী নিখিল জৈনের সঙ্গে সিন্দুর খেলায় অংশ নিয়ে নুসরাত বলেন, আমি ঈশ্বরের বিশেষ সন্তান। আমি সব উৎসব পালন করি। আমি সকলের ঊর্ধ্বে মানবতা ও ভালোবাসাকে শ্রদ্ধা করি। তৃণমূল সাংসদ আরও বলেন, বিতর্কগুলি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।

সোমবার ইত্তেয়াস ওলেমায়ে হিন্দের সহ সভাপতি মুফতি আসাদ কাসমি নুসরাত জাহানকে উদ্দেশ্য করে বলেন যে, নুসরত তাঁর কাজ দ্বারা ইসলাম ও মুসলিমদের অপমান করছেন। তাঁর নাম এবং ধর্ম পরিবর্তন করা উচিত। ইসলাম তার অনুসারীদের কেবলমাত্র আল্লার কাছে প্রার্থনা করার আদেশ দেয়, তা সত্ত্বেও তিনি হিন্দু দেবদেবীদের কাছে পুজো দিচ্ছেন। তিনি যা করেছেন তা হারাম। তিনি আরও বলেন, তিনি ধর্মের বাইরে বিবাহও করেছেন। তাঁর নাম ও ধর্ম পরিবর্তন করা উচিৎ।

দুর্গাপুজো চলাকালীন, লাল শাড়ি পরে নুসরাত তাঁর স্বামীর সঙ্গে সুরুচি সংঘের মণ্ডপে ঢাক বাজিয়ে নাচতে দেখা যায়। নুসরত বলেন, আমি মনে করি সকল ধর্মের প্রতি আমার সম্প্রীতির চিত্র তুলে ধরার নিজস্ব নিজস্ব পদ্ধতি রয়েছে। বাংলায় আমার জন্ম ও বেড়ে ওঠা, আমি মনে করি সংস্কৃতি ও ঐতিহ্যকে অনুসরণ করেই আমি সঠিকভাবে কাজ করছি। বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীও নুসরাতকে সমর্থন করেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে নীরব থাকা নিয়ে প্রশ্ন তোলেন।