Tuesday, March 25, 2025
দেশ

আইআইটি শিক্ষার্থীদের উচিৎ প্লাস্টিকের বিকল্প খুঁজে বের করা: মোদী

মথুরা: বুধবার উত্তরপ্রদেশের মথুরারা উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করে প্লাস্টিক মুক্ত ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান (আইআইটি) শিক্ষার্থীদের প্লাস্টিকের বিকল্প ব্যবস্থা করার আহ্বান জানান। প্লাস্টিক মুক্ত ভারত গড়তে আইআইটি পড়ুয়াদের এটির সাথে যুক্ত হওয়া এবং সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিৎ বলে প্রধানমন্ত্রী মনে করেন।

মোদী বলেন, প্লাস্টিক দূষণ রুখতে শিক্ষার্থীদের নতুন চিন্তাভাবনা এবং ধারণা নিয়ে এগিয়ে আসা উচিৎ। যা প্লাস্টিকের থেকে দামে সস্তা এবং সহজে বহনযোগ্য বিকল্প কী হতে পারে তা নিয়ে ভাবা উচিৎ। তিনি বলেন, প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য একটি বড় হুমকির কারণ এবং প্লাস্টিক দূষণ প্রাণী ও জলজ প্রাণীর জীবনকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।

তিনি বলেন, জনগণকে তাঁদের বাড়িঘর, অফিস এবং কর্মক্ষেত্রেও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। মোদী বলেন, বেসরকারি সংস্থা, স্কুল, কলেজ, মহিলা সংস্থা এবং অন্যান্য সংস্থাগুলিকে এই অভিযানের সাথে যুক্ত হতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্লাস্টিকের বর্জ্য পুনর্ব্যবহার করতে হবে এবং যা পুনর্ব্যবহার করা যাবে না সেগুলি সিমেন্ট কারখানা অথবা রাস্তা নির্মাণে
ব্যবহৃত হবে। তাঁর মতে, সরকারি কর্মসূচিতে প্লাস্টিকের বতল ব্যবহার না করে কাদামাটি বা ধাতব পাত্র ব্যবহার করা উচিৎ।

প্রসঙ্গত, আগামী ২ অক্টোবর থেকেই গোটা দেশে নিষিদ্ধ হবে একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের জিনিস। এর মধ্যে রয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ, কাপ, প্লেট, স্ট্র, চামচ ইত্যাদি। জলবায়ু পরিবর্তনের পিছনে একাধিক কারণ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়- এসব যতটা না প্রাকৃতিকভাবে সৃষ্ট তার থেকেও বেশি মানুষের দ্বারা সৃষ্ট। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্লাস্টিক দূষণ।