‘সাহস থাকলে’ ফিরিয়ে আনুন ৩৭০ ধারা, বিরোধীদের চ্যালেঞ্জ জানালেন মোদী
মুম্বাই: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিরোধীদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে মোদী বলেন, যদি সাহস থাকে, তাহলে তাকে পাল্টে দেখান। নমো বলেন, আপনারা কী মনে করেন, এটা ফিরিয়ে আনতে কারও উৎসাহ আছে? যদি তারা সাহস দেখায়, তাহলে তাদের রাজনৈতিক অস্বিত্ত্ব থাকবে?
রবিবার মহারাষ্টের জলগাঁওয়ে নির্বাচনী প্রচারে গিয়ে মোদী বলেন, ৩৭০ ধারা বাতিল করা হয়েছে বলে যারা কুমিরের কান্না কাঁদছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন। ক্ষমতায় ফিরলে তাঁরা কি আবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রয়োগ করবেন, তাৎক্ষণিক তিন তালাক বিরোধী আইন তুলে দেবেন? দেশবাসী কি তাঁদের মেনে নেবেন? জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তান যা বলছে, আমাদের বিরোধীদের কথাতেও তারই প্রতিফলন।
Maharashtra is with NDA. Watch from Jalgaon. https://t.co/FpKjsXQAhz
— Narendra Modi (@narendramodi) October 13, 2019
মোদী বলেন, গত পাঁচ বছরে মহারাষ্ট্রে উন্নয়নের জোয়ার বয়েছে। বিরোধীরাও তা খুব ভালোই বুঝতে পারে। তারা মনে করে এই জোটই রাজ্য চালাবার পক্ষে উপযুক্ত। এনসিপি নেতা শরদ পাওয়ারকে কটাক্ষ করে মোদী বলেন, নিজের দলের কর্মীদের উনি সম্মান করেন না। ক্ষমতায় ফিরতে পারবেন না জেনে এতটাই ক্ষুব্ধ যে মঞ্চে তাঁর পাশে ফুল হাতে দাঁড়িয়ে থাকা দলের কর্মীকেই গুতো মারেন। ভাবুন যে দলের লোকের সঙ্গেই এই কাজ করছে সে ক্ষমতায় এলে জনগণের কি উন্নয়ন করবেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ৩৭০ ধারা বিলোপ করা হয়। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। সরকারের এই অবস্থানে তীব্র বিরোধিতা করে কংগ্রেস।