কোনও লুকোচুরি নয়, দরকার পড়লে নিয়ন্ত্রণরেখা টপকে মারব, পাকিস্তানকে হুমকি সেনাপ্রধানের
নয়াদিল্লি: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে ভারতের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সীমান্তে প্রতিনিয়ত জঙ্গি অনুপ্রবেশ ঘটনোর চেষ্টা চলছে। একাধিকবার সংঘর্ষবিরতিও লঙ্ঘন করেছে পাকিস্তান। এবার সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করে ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত হুঁশিয়ারি দিলেন পাকিস্তানকে। সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, আর লুকোচুরি নয়, যদি দরকার পড়ে তাহলে ভারত সীমান্ত অতিক্রম করে আঘাত হানবে, তা সে সড়কপথে হোক কিংবা আকাশপথে বা দু’ভাবেই।
সন্ত্রাসবাদকে মদত দেওয়ার জন্য় পাকিস্তানকে দোষারোপও করে বিপিন রাওয়াত বলেন, মোদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বাতিল করার সিদ্ধান্তের পরে পাকিস্তান ‘জিহাদ’-এর ডাক দিয়েছেন। সেনাপ্রধান বলেন, ভারতের সঙ্গে ছায়াযুদ্ধে নেমেছে পাকিসস্তান, যা কখওই বরদাস্ত করা হবে না।
আন্তর্জাতিক স্তরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান সুর চড়াচ্ছেন, ভারতের সঙ্গে যুদ্ধ বাধলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের। এ প্রসঙ্গেও জেনারেল রাওয়াত বলেন, বর্তমান বিশ্বে ইচ্ছে হলেই পরমাণু অস্ত্রের ব্যবহার সম্ভব নয়।
৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের পর থেকে সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বেড়েছে, তা অবশ্য এ দিন স্বীকার করে নেন সেনাপ্রধান। তিনি জানান, ভারতীয় সেনা জওয়ানরা অত্যন্ত দক্ষতার সঙ্গে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে সক্ষম হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই জঙ্গিদের নিকেশ করা হয়েছে।
সেনাপ্রধান বলেন, সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের পিছনে পাক সেনা ও সরকারের প্রত্যক্ষ মদত রয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, ভারত চুপ করে বসে থাকবে না। ইতিহাস সাক্ষী আছে, ভারত কোনওদিন আগে থেকে পাকিস্তানের উপর হামলা চালায়নি। তবে দরকার পড়লে, সীমান্ত টপকে আঘাত হানবে।