Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

‘পাকিস্তান একটি পরমাণু বোমা মারলে, ভারত মারবে ২০টা’

আবুধাবি: পাকিস্তান যদি একটাও পরমাণু বোমা ছোড়ে, তাহলে ভারত ২০টা পরমাণু বোমা মেরে শেষ করে দেবে পাকিস্তানকে। এ কথা বললেন স্বয়ং পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মুশারফ।

সংযুক্ত আরব আমিরশাহীতে একটি সাংবাদিক সম্মেলনে মুশারফ বলেন, দিল্লি-ইসলামবাদ সম্পর্ক যতই বিপজ্জনক পর্যায়ে যাক, পাকিস্তানের কখনও আগে পরমাণু হামলা করা উচিত হবে না।

তিনি বলেন, আমরা (পাকিস্তান) যদি একটা পরমাণু বোমা ভারতে ফেলি, জবাবে ভারত ২০টা বোমা ফেলে আমাদের ধ্বংস করে দেবে।

নির্বাসনে থাকা মুশারফ বলেন, ভারতকে আক্রমণ করতে হলে অন্তত ৫০টি পরমাণু বোমা প্রথমেই ফেলতে হবে। যাতে ভারত ২০টা পরমাণু বোমা ফেলার আগেই ধ্বংস হয়ে যায়।