ভারতে রাম মন্দির নির্মাণ না হলে কি পাকিস্তানে হবে: রোশন বৈজ
বেঙ্গালুরু: রাম মন্দির নির্মাণের বিরুদ্ধে নয় মুসলিমরা। ভারতে যদি রাম মন্দির নির্মাণ না হয়, তবে কি পাকিস্তানে হবে? এটা শুধু ভারতেই তৈরী করা উচিৎ। যদিও বিষয়টি এখন আদালতে। বাবরি মসজিদ-রামমন্দির ইস্যুতে বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক রোশন বৈজ।
কংগ্রেস বিধায়ক বিজেপিকে আক্রমণ করে বলেন, ২০১৯ সালের নির্বাচনের আগে বিজেপি ইচ্ছাকৃত ভাবে রাম মন্দির নির্মাণকে ইস্যু করতে চাইছে। তাঁর কথায়, ভারতে না হলে কি পাকিস্তানে তৈরি হবে রাম মন্দির? ভারতেই রামমন্দির নির্মাণ হবে। বিজেপি সেটাকে রাজনৈতিক রং দিয়ে ভোটে জিততে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
Muslims aren’t against construction of Ram Mandir.If Ram Mandir isn’t constructed in India, will it be constructed in Pakistan?It should be built in India only.Matter is before court. Now they’re trying to bring ordinance.Why did they not do this in 4.5 yrs?: Roshan Baig,Congress pic.twitter.com/Xy1s5io3KV
— ANI (@ANI) 1 November 2018
প্রসঙ্গত, অযোধ্যা মামলার শুনানি ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পিছিয়েছে সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে মোদী সরকারকে কটাক্ষ করে রোশন বৈজ বলেন, কেন্দ্রীয় সরকার এখন অর্ডিন্যান্স আনার চেষ্টা করছে। সাড়ে ৪ বছর আগে কেন সেটা করেনি? লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে মোদী সরকার অর্ডিন্যান্স আনতে চাইছে। বিজেপি হিন্দু-মুসলিমের মধ্যে ফাটল ধরাতে চাইছে। জ্বালানির মূল্যবৃদ্ধি, জিএসটি এবং নোটবাতিলে খুশি নন মানুষ। সেজন্যই রাম মন্দির ইস্যু জিইয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও তোপ দাগেন এই কংগ্রেস বিধায়ক।