Saturday, June 21, 2025
Latestদেশ

অনুপ্রবেশকারীদের ভালোবাসলে তাদের ইতালি নিয়ে যান, রাহুল গান্ধীকে বললেন গিরিরাজ সিং

রাঁচি: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এবার কেন্দ্রীয় পশুপালন, দুগ্ধ ও মৎস্যমন্ত্রী গিরিরাজ সিংয়ের অভিযোগ, CAA নিয়ে মিথ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে কংগ্রেস দেশকে বিভক্ত করতে চাইছে। ইতালীয় বংশোদ্ভূত মায়ের সন্তান কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে গিরিরাজ সিং বলেন, অনুপ্রবেশকারীদের প্রতি ভালোবাসা থাকলে তাদের  ইতালি নিয়ে যান।

শনিবার বিজেপি নেতা গিরিরাজ সিং অভিযোগ করেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার আগেই নাগরিকত্ব আইন সংশোধনের কথা বললেও তোষণের রাজনীতির জন্য বাস্তবায়ন করেনি। গিরিরাজ সিংয়ের দাবি, কেবল কংগ্রেস ও টুকরে টুকরে গ্যাং ছাড়া নয়া নাগরিকত্ব আইন নিয়ে আর কারও কোনও সমস্যা নেই। গিরিরাজ সিং বলেন, বিজেপি কংগ্রেসের পাপকে মুছে ফেলছে। তবে কংগ্রেস জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে ভয়ের পরিবেশ তৈরি করেছে।

গিরিরাজ সিং আরও বলেন, এমনকি মহাত্মা গান্ধীও বলেছিলেন, পাকিস্তানের হিন্দুসহ সংখ্যালঘুরা ভারতের নাগরিক এবং তারা ফিরে ভারতে ফিরে এলে তাদের স্বাগত জানানো হবে।

গিরিরাজ সিং বলেন, কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছিল। এর ফলে হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও পার্সি ধর্মের মানুষদের নির্যাতিত হতে হয়েছে। ভাইবোনদের সম্মান চুরি হয়েছে এবং মানুষকে ভয় দেখিয়ে ধর্মান্তরিত করা হয়েছে।