বল্লভভাই না থাকলে সোমনাথ মন্দিরে যেতে ভিসা লাগত শিবভক্ত রাহুলের: মোদী
সুরাট: বিশ্বের সর্বোচ্চ মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ উন্মোচনের অনুষ্ঠানে সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল দেশকে একতা না-করলে আজ গির-এর সিংহ বা হায়দরাবাদের চারমিনার দেখতেও ভিসা লাগত। ‘শিবভক্ত’ রাহুল গান্ধীকে নিশানা করে মোদী বলেন, দেশের ঐক্যের জন্য বল্লভভাই পদক্ষেপ না করলে সোমনাথ মন্দিরে প্রার্থনা করতে পারতেন না শিবভক্তরা। সোমনাথ মন্দিরে পুজো দিতে ভিসা লাগত শিবভক্তদের।
এর আগে ২০১৭ সালের নভেম্বরেও মোদী রাহুলের সোমনাথ দর্শন নিয়ে খোঁচা দিয়েছিলেন। মোদী বলেছিলেন, সোমনাথ মন্দির ফের গড়ে তুলতে চাননি রাহুলের ঠাকুরদা জওহরলাল নেহরু। মন্দিরটি সংস্কার করেছিলেন সর্দার বল্লভভাই পটেল। উল্লেখ্য, ১০২৬ সালে সোমনাথ মন্দির ধ্বংস ও লুট করেছিলেন গজনির সুলতান মামুদ।
প্রসঙ্গত, গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে মন্দির মন্দিরে পুজো দেন রাহুল গান্ধী। এমনকি নিজেকে সবসময় শিবভক্ত বলেও দাবি করছেন কংগ্রেস সভাপতি। মধ্যপ্রদেশেও নির্বাচনী প্রচারেও চলছে রাহুলের মন্দির দর্শন। রাহুলকে শিবভক্ত বলে দাবি করে পোস্টারও টানিয়েছে কংগ্রেস। এনিয়ে রাহুলের সমালোচনায় সবর হন বিজেপি নেতারা।
বুধবার সকালে গুজরাটের কাবাড়িয়ায় প্যাটেলের মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এদিন চারিদিকে স্লোগান উঠল “ভারতমাতা কী জয়”। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীতে দিল্লিতে প্রায় ১২ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন এবারের ম্যারাথনে। তার মধ্যে ৩ হাজার ছাত্রছাত্রী, ৩০০ অবসরপ্রাপ্ত সেনাও রয়েছেন।
বিশ্বের সবচেয়ে উঁচু প্যাটেলের মূর্তির উচ্চতা প্রায় ৬০০ ফুট। পদ্মবিভূষণ জয়ী শিল্পী রাম ভি সূতার মূর্তিটির ডিজ়াইন করেছেন। মোট খরচ হয়েছে ২৩৮৯কোটি টাকা। লৌহমানবের সাহসিকতাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এই মূর্তি তৈরির উদ্দেশ্য হল, গোটা বিশ্বকে জানানো, ভারত এক ছিল, এক আছে, এক থাকবে।