একজনের বিরুদ্ধে যদি ১০ জন জোট বাঁধে, তাহলে শক্তিশালী কে: রজনীকান্ত
চেন্নাই: তামিল সুপারস্টার রজনীকান্ত মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ জনের থেকেও বেশি শক্তিশালী। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীরা যেখানে একজোট হচ্ছে সেই সময় রজনীকান্তের মতো ব্যক্তিত্বের মুখে মোদীর স্তুতি রাজনৈতিক মহলের কৌতুহল বাড়িয়েছে।
সোমবার চেন্নাই বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দক্ষিণী ছবির এই তারকা। সেখানে মোদীর বিরুদ্ধে বিরোধীদের জোট গঠন নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, যখন একজনের বিপরীতে ১০ জন এসে দাঁড়ায় তাহলে কাকে বেশি আমরা শক্তিশালী বলব? ১০ জন মিলে যদি একজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে কে বেশি শক্তিশালী? উত্তরটা তিনি সোজাসুজি দিলেও বুঝিয়ে দেন বিরোধীরা যতই হম্বিতম্বি করুক তাঁরা মোদীর মোকাবিলা করে উঠতে পারবে না। কারণ মোদী তাঁদের থেকে অনেক বেশি শক্তিশালী বলে জানান রজনীকান্ত।
If they (Opposition) think like that then definitely it (BJP) should be: Actor Rajinikanth when asked ‘The opposition is forming an anti-BJP block. Do you think BJP is such a dangerous party?’ pic.twitter.com/JF67XSbs5x
— ANI (@ANI) 12 November 2018
প্রসঙ্গত, দু’বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিলেন, তখন সমর্থন জানিয়েছিলেন রজনীকান্ত। তাঁর মতে, এর ফলে কালো টাকা ও দুর্নীতি বন্ধ হয়েছে। জঙ্গিদের অর্থের যোগানে টান পড়ছে। তবে সে ব্যাপারে এ বার নিজের মত বদলাতে দেখা গেল। তাঁর কথায়, নোটবন্দির বাস্তবায়ন প্রক্রিয়ায় গলদ ছিল। এটা নিয়ে সবিস্তার আলোচনা হওয়া দরকার।
অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিজেপির প্রতি রজনীকান্তের আগ্রহ বেশি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রজনীকান্তের সম্পর্ক ভালো। বেশ কয়েকবার দু’জনের মধ্যে দেখা সাক্ষাৎও হয়েছে। সেই থেকে জল্পনা ছড়ায় এনডিএ শিবিরের প্রতি তাঁর ঝুঁকে থাকার সম্ভাবনা বেশি। এদিন এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়। দল গঠন করার পর তিনি বিজেপির সঙ্গে জোট বাঁধবেন কিনা? কিন্তু প্রশ্নটি এড়িয়ে তিনি জানান, এটা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।