Monday, June 16, 2025
Latestদেশ

সন্ত্রাস দমন করতে চাইলে সেনা দিয়ে পাকিস্তানকে সাহায্য করতে প্রস্তুত ভারত: রাজনাথ সিং

চন্ডীগড়: সন্ত্রাসবাদে মদত দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে কটাক্ষ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, পাকিস্তান চাইলে সন্ত্রাস দমনে সাহায্য করতে পারে ভারত, দরকার হলে সেনাও পাঠাতে পারে। পাকিস্তান যদি সত্যিই সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চায় তাহলে ভারত তাদের সাহায্য করতে প্রস্তুত আছে।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে কটাক্ষ করে রাজনাথ সিং বলেন, আমি শুনেছি তিনি বলেছেন, কাশ্মীরিরা স্বাধীনতা না পাওয়া পর্যন্ত তারা লড়াই করবে। আন্তর্জাতিক মহলে নালিশ করবে। তবে আমি সাফ জানিয়ে দিতে চাই, ভারত কারও কাছে মাথা নত করবে না। ভারতকে কেউ চাপ দিতে পারবে না। কাশ্মীর নিয়ে কেউ আমাদের জোর করতে পারবে না।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, পাকিস্তানকে কাশ্মীরের চিন্তা বাদ দিতে হবে। নয়তো পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। ১৯৭১ সালে পাকিস্তান ভাগ হয়েছিল। ইসলামাবাদ যদি এই চিন্তাভাবনা না পরিবর্তন করে তাহলে পাকিস্তান আবারও টুকরো টুকরো হবে।

প্রসঙ্গত, সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে অভিযোগ জানিয়েছিল ভারত এবং অন্যান্য দেশও।