Sunday, March 16, 2025
Latestদেশ

পুজো শুরু হওয়ার আগেই বাংলাদেশের ১৫টি স্থানে প্রতিমা ভাংচুর

ঢাকা: ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে দুর্গাপুজোয় হিন্দু-মুসলমান নির্বিশেষে উৎসবে মেতে ওঠেন। তবে এই বছর পুজো শুরুর আগেই দেশের নানা স্থানে প্রতিমা ভাংচুরের ঘটনা সামনে এল। গত এক মাসে প্রতিমা ভাংচুরের অনেক ঘটনা ঘটেছে। কিন্তু অন্য বছরের তুলনায় এবার তা অনেকটাই কম বলে মনে করছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১২ থেকে ১৫টি জায়গায় প্রতিমা ভাংচুর হয়েছে। হামলা করা হয়েছে সংখ্যালঘুদের উপরও। কয়েকদিন আগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুরের মহেষপুর গ্রামে রাতের আঁধারে মাওরা বাড়ি মন্দিরের প্রতিমা ভাংচুর হয়েছে। চাঁদপুর শহরের পুরান বাজারে সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর  হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করলেও মূল অপরাধীরা ধরা পড়েনি বলে অভিযোগ স্থানীয় হিন্দুদের।

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুরে ভৈরব মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায়ও জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রানা দাসগুপ্ত বলেন, বিগত বছরের তুলনায় এবার পরিস্থিতি অনেকটাই ভালো। কিন্তু ১২ থেকে ১৫টি জায়গায়  প্রতিমা ভাঙচুর হয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে। কক্সবাজারের কুতুপালংয়ে খ্রিষ্টান দুই নারী ও দুই শিশুকে হত্যা, খুলনায় একজন হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে। এই ঘটনা জাতীয়ভাবে প্রভাব না ফেললেও স্থানীয় সংখ্যালঘুদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হিসেব অনুযায়ী, এবার সারা বাংলাদেশে ৩১ হাজার মণ্ডপে পূজা হচ্ছে। এবছর ঢাকায় পূজা হচ্ছে ২৩৭টি মণ্ডপে। পূজামণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সাড়ে তিন লাখ সদস্য নিয়োজিত থাকবেন।