Tuesday, June 24, 2025
Latestআন্তর্জাতিক

বাংলাদেশের পিরোজপুরে একই দিনে ৩টি মন্দিরের প্রতিমা ভাংচুর

ঢাকা: বাংলাদেশের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় একই দিনে তিনটি মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া এলাকায় শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম ও কালী মন্দির, কলারদোয়ানিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির, বাজার সংলগ্ন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

পিরোজপুরে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান জানান, এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা কামরুল ইসলাম সুজন (৩০) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করেছে। রবিবার ভোর পৌনে ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে মন্দির ভাঙচুরের এ সিরিজ ঘটনা ঘটে। ধৃত কামরুল ইসলাম সুজন পিরোজপুর জেলার নেছারবাদ উপজেলার রাজাবাড়ী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

ধৃত কামরুল ইসলাম সুজন

জানা যায়, কামরুল প্রথমে কলারদোয়ানিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে প্রতিমা ভাংচুর করে। পরে কলারদোয়ানিয়া বাজার সংলগ্ন অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক অধীর রঞ্জন মল্লিকের বাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করে।

ওই বাড়ির গৃহবধূ গৌরী মল্লিক বলেন, তিনি ভোর বেলা মন্দিরের দরজার তালা খুলে রেখে পূজা দেওয়ার জন্য ফুল তুলতে যান। কিছুক্ষণ পরে এসে দেখে পাঞ্জাবি পরা, মাথায় টুপি ও মুখে দাড়িওয়ালা এক লোক বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। তখন তিনি বিষয়টি বুঝতে পারেনি। মন্দিরে ঢুকে দেখেন মন্দিরের সব প্রতিমা ভাঙা। এর কিছু সময় পরে জানতে পারেন একই গ্রামের আরেকটি মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের সময় একজন লোক আটক হয়েছে। একই গ্রামের উজ্জল মল্লিক জানান, তার কাকিমা সবিতা মল্লিকের চিৎকার শুনে সে সহ কয়েকজন এসে মন্দিরের ভিতরে প্রতিমা ভাংচুর করার সময় কামরুলকে হাতেনাতে ধরে ফেলি।

বিষয়টি নিশ্চিত করে বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অনুপ কুমার মন্ডল জানান, রবিবার ভোর পৌনে ৬ টা থেকে সাড়ে ৬ টার মধ্যে একই এলাকার তিনটি মন্দিরে ঢুকে ভেতরে থাকা প্রতিমা ভাংচুর করেছে কামরুল ইসলাম সুজন। এসময় আশেপাশের লোকজন দেখতে পেয়ে তাকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতিমা ভাংচুরের কথা স্বীকার করেছে।