Sunday, September 15, 2024
কলকাতা

মহিলাদের টি-২০ বিশ্বকাপে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

বিশ্ব ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই দু’দলের ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে থাকে ক্রিকেটপ্রেমি ভক্তরা।মহিলাদের টি-২০ বিশ্বকাপে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর এবার পাক বধের লক্ষ্যে টিম ইন্ডিয়া।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ার্ল্ড টি-২০ শুরুতেই ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের ব্যাটিং তাণ্ডব, সঙ্গে জেমাইমা রডরিগেজের দুরন্ত অর্ধশতরানে ভর করে কিউই চ্যালেঞ্জ সামলে এবার সামনে পাকিস্তান। পাকিস্তান বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫২ রানে হেরেছে। তাই ভারতের বিরুদ্ধে জিতে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে মরিয়া আয়েশা, নাহিদা, আলিয়ারা।

মেয়েদের টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ভারত-পাক মুখোমুখি হয়েছে ১০ বার। যার ৮টিতে জিতেছে ভারত আর পাকিস্তান জিতেছে মাত্র ২ বার। পাকিস্তানের মেয়েরা ভারতের বিরুদ্ধে যে দুটি টি-২০ জিতেছে সে দুটিই আবার বিশ্বকাপের মঞ্চে। এর আগে পাঁচ বার বিশ্বকাপে আমনে-সামনে লড়াইয়ে ৩ বার জিতেছে ভারত। আজ টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারতের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সমতা ফেরাতে মরিয়া পাকিস্তান।