Wednesday, July 24, 2024
খেলা

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে বিরাট

সাউদাম্পটন: ইংল্যান্ডের কাছে সিরিজ হারলেও ব্যাটসম্যানদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের জেরে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি। সোমবার আইসিসি’র প্রকাশিত তালিকায় ৯৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন ভারত অধিনায়কই। ৯২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (৮৪৭ পয়েন্ট)।

চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৪৬ ও দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করার সুবাদে কেরিয়ারের সর্বোচ্চ ৯৩৭ রেটিং পয়েন্ট পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। সর্বকালের সেরা রেটিং পয়েন্টের ক্ষেত্রে এখন ১১ নম্বরে কোহলি। তিনি চলতি সিরিজে আটটি ইনিংসে ৫৪৪ রান করেছেন। তার ফলেই শীর্ষস্থান ধরে রেখেছেন।  চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৩২ রান করে অপরাজিত থাকা চেতেশ্বর পূজারা ৬ নম্বর জায়গা ধরে রেখেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭৯৮।

চতুর্থ টেস্টে ৬ উইকেট নেওয়ার সুবাদে ভারতের পেসার মহম্মদ শামিরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ১৯ নম্বরে তিনি। ইশান্ত শর্মারও সাউদাম্পটনে চার উইকেট নেওয়ার সুবাদে র‌্যাঙ্কিংয়ে এখন ২৫ নম্বরে। জসপ্রীত বুমরাহ রয়েছেন ৩৭ নম্বরে।

সাউদাম্পটন টেস্টে নয় উইকেটে নেওয়ার সুবাদে র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে এলেন ইংরেজ স্পিনার মঈন আলি। ৬৬ রেটিং পয়েন্ট সংগ্রহ করে অল-রাউন্ডারদের তালিকায় আপাতত সপ্তম স্থানে রয়েছেন মঈন। চতুর্থ টেস্টের পর ১৫ ধাপ উঠে এসে কেরিয়ারের সেরা ব়্যাংকিংয়ে ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জোস বাটলার।