Thursday, November 13, 2025
খেলা

পিছিয়ে গেল মেয়েদের টি-২০ বিশ্বকাপ

নয়াদিল্লি: পিছিয়ে গেল আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ। অতিমারী করোনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল আইসিসি। ২০২২ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মহিলা টি-২০ বিশ্বকাপ। তা অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

অর্থাৎ তিন মাস পেছানো হল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়াারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ। ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি।

মহিলা টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়া সম্পর্কে আইসিসি-র তরফে বলা হয়েছে, ২০২২ সালে খেলোয়ারদের পক্ষে ভালোভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে না। কেননা ২০২২ সালে কমনওয়েলস গেমস-সহ তিনটি বড় মাপের স্পোর্টস ইভেন্ট রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে মহিলাদের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে তা বাতিল করা হয়েছে। ২০২২ সালে সেটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ২০২২ সালের ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বার্মিংহামে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে।