Friday, March 21, 2025
Latestদেশ

ভারতে জঙ্গি হামলা হলেই পাকিস্তানে এয়ারস্ট্রাইকের হুঁশিয়ারি বায়ুসেনা প্রধানের

নয়াদিল্লি: পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন নয়া বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া। দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, পাকিস্তানের পক্ষ থেকে কোনও জঙ্গি হামলা হলে ভারতও আর চুপ থাকবে না। তখন দ্বিতীয় বালাকোট এয়ারস্ট্রাইক হবে। গত সোমবার এয়ার মার্শাল বিএস ধানোয়া অবসর নেওয়ায় বায়ুসেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ভাদুরিয়া।

এর আগে, পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলার পাল্টা জবাবে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় পাকিস্তানের বালাকোটে। গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটিগুলো। বালাকোট এয়ারস্ট্রাইকের পর ভারত স্পষ্ট জানায়, পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিতেই এই এয়ারস্ট্রাইক। কারণ, এই ঘাঁটি থেকে প্রশিক্ষণ নিয়ে জঙ্গিরা ভারতে হামলা করে। তাই দেশের সুরক্ষার স্বার্থেও এই এয়ারস্ট্রাইক।

রাকেশ কুমার ভাদুরিয়া বলেন, বালাকোট অভিযান থেকেও পাকিস্তান কোনও শিক্ষা নেয়নি। এখনও পাকিস্তান ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য জঙ্গিদের জোগাচ্ছে। এদিন সাংবাদিক সম্মেলনে তাঁকে বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন করা হয়। ভাদুরিয়াকে জিজ্ঞাসা করা হয়, বালাকোটের মতো আর কোনও এয়ারস্ট্রাইকের পরিকল্পনা ভারতের আছে কিনা? জবাবে নয়া বায়ুসেনা প্রধান বলেন, জঙ্গি হামলা হলে তার জবাব দিতে ভারতীয় বায়ুসেনা প্রস্তুত। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে সেই মতো কাজ করবে বায়ুসেনা।