Thursday, November 13, 2025
দেশ

রাশিয়া থেকে ১১৬টি যুদ্ধবিমান কিনছে ভারত

নয়াদিল্লি: চিনকে রুখতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই রাশিয়া থেকে ১১৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ভারত। বিমানবাহিনীতে ফাইটার জেটের সংখ্যা বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমান বাহিনীর প্রধান আরকেএস ভাদুড়িয়া বলেন, রাশিয়া থেকে ২১টি মিগ ২৯ কেনা হবে। মিগ ছাড়া আরও ১২টি এসইউ-৩০ এমকেআই কেনা হবে। কেনা হতে পারে ৮৩টি তেজস মার্ক ১A।

তিনি বলেন, যেখানে বিমান বাহিনীর ৪০ স্কোয়াড্রন ফাইটার থাকার কথা, সেখানে ৩০ স্কোয়াড্রন ফাইটার রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বাতিল হয়ে যাওয়া মিগ চালান। তাই ফাইটার জেটের সংখ্যা বাড়ানো হবে।

উল্লেখ্য, চিনের সঙ্গে সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পূর্ব লাদাখে আরও ৬০ হাজার সেনা মোতায়েন করেছে ভারত। মোতায়েন করা হয়েছে ভীষ্ম ট্যাংক, অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, সুখোই ফাইটার জেট, চিনুক ও রুদ্র হেলিকপ্টার। চিন সীমান্তে চলছে ভারতীয় সেনাবাহিনীর কড়া নজরদারি।

চিন-পাকিস্তানকে টেক্কা দিতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন হাতে পাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। ইতোমধ্যেই এটির ইঞ্জিন তৈরির কাজ শুরু করে দিয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও।