বিশ্বের সবচেয়ে হাল্কা কমব্যাট হেলিকপ্টার মোতায়েন লাদাখে
লাদাখ: লাদাখ ইস্যুতে চিনের সঙ্গে ঠান্ডা যুদ্ধ অব্যাহত। এই পরিস্থিতিতেই লাদাখে সীমান্ত নজরদারি চালানোর জন্য দুটি লাইট কমব্যাট হেলিকপ্টার মোতায়েন করল ভারতীয় বায়ুসেনা। এগুলি তৈরী করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। জানা গিয়েছে, ভারতীয় সেনা যাতে অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছতে পারে তার জন্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
হ্যালের চেয়ারম্যান আর মাধবন জানিয়েছেন, এটি বিশ্বের সবচেয়ে হাল্কা আক্রমণাত্মক হেলিকপ্টার। বায়ুসেনার প্রয়োজনীয়তা অনুযায়ী তৈরি করেছে তাঁরা। যা আত্মনির্ভর ভারত গড়তে হ্যালের একটি অবদান। তিনি জানান, আগামী পাঁচ বছর ১০১টি সামরিক সরঞ্জামের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার, তার মধ্যে আছে লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ)।
জানা গিয়েছে, ভারতের মোট ১৬০টি লাইট কমব্যাট হেলিকপ্টারের প্রয়োজন। এই বছরের মধ্য ১৫টি ভারতীয় সেনার হাতে পৌঁছে যাবে বলে হ্যালের আশা। আপাতত রকেট ও ক্যানন আছে এই হেলিকপ্টারে। গত সপ্তাহে লাদাখে সফরে এই বিশেষ হেলিকপ্টার চালান বায়ুসেনার উপপ্রধান হরজিৎ সিং অরোরা।
আর মাধবন জানান, ভবিষ্যতে অ্যান্টি আর্মার ও এয়ার টু এয়ার ওয়েপেন যুক্ত করা হবে লাইট কমব্যাট হেলিকপ্টারের সাথে। জানা গিয়েছে, এখন বায়ুসেনাকে যেটা দেওয়া হয়েছে সেটা প্রোটোটাইপ। এরপর প্রয়োজনমতো অস্ত্র সিস্টেম এই আক্রমণাত্মক হেলিকপ্টারে ইনস্টল করে দেবে হ্যাল।


