Thursday, November 13, 2025
দেশ

পশ্চিম সীমান্তে তেজস যুদ্ধবিমান মোতায়েন করল বায়ুসেনা

নয়াদিল্লি: লাদাখ সীমান্তে চিনের সঙ্গে ভারতের এখনও ঠান্ডা লড়াই চলছে। চিন সীমান্ত থেকে সেনা সরানোর কথা বলা সত্ত্বেও এখনও সেনা সরিয়ে নেয়নি। বরং সীমান্তে আরও অস্ত্র মজুদ করছে লালফৌজ। চিন-পাকিস্তানের বিরুদ্ধে সবরকম ভাবে প্রস্তুত থাকার জন্য কিছু তেজস চপার পশ্চিম সেক্টরে মোতায়েন করল ভারতীয় বিমানবাহিনী।

সূত্রের খবর, চিনের সঙ্গে সীমান্তে অস্থিরতার মধ্যেই এই পদক্ষেপ। জানা গিয়েছে, বায়ুসেনার সাউদান কামান্ড তেজসের একটি স্কোয়ার্ডনকে পশ্চিম সীমান্তে মোতায়েন করেছে ভারত।

এর আগে গত জুলাই মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, বিমান বাহিনী যেন যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় লাদাখে দ্রুত পৌঁছে গিয়েছিল অত্যাধুনিক চপার তাতে পড়শি দেশের কাছে কড়া বার্তা গেছে বলে তিনি জানান।

জবাবে বায়ুসেনা প্রধান ভাদোরিয়া জানিয়েছেন, তাঁরা সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছেন। এখনও পর্যন্ত ২০টি তেজস ফাইটার জেটকে ছাড়পত্র দিয়েছে বায়ুসেনা। এদের ৪৫ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়াও ১৮ নম্বর স্কোয়ার্ড্রেনে আরও ২০টি তেজস জেট অন্তর্ভূক্ত করা হবে।