Sunday, June 22, 2025
Latestদেশ

‘কল্কি ভগবানের’ ডেরায় অভিযানে ৫০০ কোটি টাকা বাজেয়াপ্ত করল আয়কর দফতর

চেন্নাই: স্বঘোষিত আধ্যাত্মিক গুরু ‘কল্কি ভগবান’ তথা বিজয় কুমারের বাগানবাড়ি ও ট্রাস্টে অভিযান চালিয়ে নগদ ৪৪ কোটি টাকা ও ৮৮ কেজি সোনা (যার মূল্য প্রায় ২৬ কোটি টাকা), ৫ কোটি টাকা মূল্যের ১২৭১ ক্যারেট হিরে উদ্ধার করল আয়কর দফতর। এ ছাড়া অভিযানে ১৮ কোটি টাকা সমমূল্যের মার্কিন ডলারও জব্দ করা হয়। শুক্রবার ওই আধ্যাত্মিক গুরুর চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও অন্ধ্র প্রদেশের ডেরায় অভিযান চালিয়ে আয়কর দফতর উদ্ধার করল হিসাবহীন নগদ ৫০০ কোটি টাকা।

‘কল্কি ভগবানের’ বিরুদ্ধে অভিযোগ, কর ফাঁকির স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দেশগুলোয় বিনিয়োগ করেছেন তিনি। এই বিষয়েও তদন্তের ঘোষণা দিয়েছে আয়কর বিভাগ। দেশ ও দেশের বাইরে রিয়েল এস্টেট, খেলাসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করেছে তাঁর কোম্পানিগুলো। চিন, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে তাঁর কোম্পানি আছে বলেও জানা গেছে।

আয়কর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, বৈধ কাগজপত্রের বাইরে অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ অর্থ নিয়েছে তাঁর কোম্পানিগুলো। ধারণা করা হচ্ছে, ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে হিসাবহীন প্রায় ৪০৯ কোটি টাকা নগদ নিয়েছেন তারা।

৭০ বছর বয়সী বিজয় কুমার ১৯৮০ সালের দিকে নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি বলে দাবি করেন এবং সেই থেকেই তিনি ‘কল্কি ভগবান’ নামে পরিচিত। দেশজুড়ে ৪০টিরও বেশি ট্রাস্ট ও কোম্পানি খুলেছেন তিনি। শুক্রবার তার ট্রাস্ট ও কোম্পানিগুলোতে অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও আয়কর দফতরের তরফে জানানো হয়েছে।