Wednesday, November 19, 2025
দেশ

‘বন্ধুকে খুব মিস করি’, অরুণ জেটলির প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণা মোদীর

নয়াদিল্লি: সরকার পরিচালনায় তাঁর অন্যতম ভরসা ছিলেন অরুণ জেটলি৷ দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী সেই সঙ্গে বন্ধু৷ অরুণ জেটলির প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো টুইটে লিখলেন, আমার বন্ধুকে খুব মিস করি৷

জেটলির মতো অভিজ্ঞ রাজনীতিবিদ এবং আইনজীবীর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি করেছে, তা পূরণ হওয়ার নয়৷ এদিন টুইটে সে কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী৷ প্রাক্তন অর্থমন্ত্রীকে স্মরণ করে মোদী লিখেছেন, অত্যন্ত পরিশ্রম ও বিচক্ষণতার সঙ্গে দেশসেবা করেছেন অরুণ জেটলিজি৷ তাঁর বুদ্ধি, জ্ঞান, আইনি দক্ষতা এবং উষ্ণ ব্যক্তিত্ব কিংবদন্তি হয়ে থাকবে৷ পাশাপাশি, অরুণ জেটলির প্রয়াণের পর তাঁর স্মরণসভায় রাখা নিজের বক্তৃতাও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী৷

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইটে অরুণ জেটলির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, অরুণ জেটলিজি অসাধারণ রাজনীতিবিদ, সেইসঙ্গে অসামান্য বক্তা এবং ভারতীয় রাজনীতিতে অতুলনীয় এক ব্যক্তি। তাঁর বহুমুখী প্রতিভা, বন্ধুত্বপূর্ণ ব্যবহার, পরিবর্তনশীল দূরদৃষ্টি এবং দেশভক্তির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন৷

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বিজেপি সভাপতি জে পি নাড্ডা, রেলমন্ত্রী পীযুশ গয়াল, ধর্মেন্দ্র প্রধান এবং পুনম মহাজনও টুইটারে অরুণ জেটলিকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন৷ উল্লেখ্য, গত বছর দিল্লির এইএমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন অরুণ জেটলি।