Monday, November 17, 2025
রাজ্য​

টিকিট চাই না, দিনে ১৬ ঘণ্টা খেটে আগে তৃণমূলকে বিসর্জন দিতে চাই: শুভেন্দু

বর্ধমান: বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেই যাচ্ছেন শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিজেপি মঞ্চ থেকে এ দিন তীব্র আক্রমণ করলেন তৃণমূলকে। তিনি বলেন, পার্টিকে বলব আমাকে বিধানসভার টিকিট দিতে হবে না। এমনিতেই খাটব। ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা খাটব। আগে পরিবর্তনের পরিবর্তন চাই। তৃণমূলকে বিসর্জন দিতে চাই। তারপরে সবাই মিলে লড়ব নতুন বাংলা গড়ব।

উল্লেখ্য, সম্প্রতি শুভেন্দু অধিকারীকে ‘মীরজাফর’ বলে অভিহিত করেছে তৃণমূল। এ প্রসঙ্গে তিনি বলেন, নৈতিকতা বজায় রেখেই আমি মন্ত্রিত্ব, বিধায়ক পদ ও তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ছেড়ে দিয়েছি। তাঁর অভিযোগ, তৃণমূল কোম্পানিতে পরিণত হয়েছে। দেড় জন মিলে দল চালাচ্ছে। এটা কোনও রাজনৈতিক দল নয়।

শুভেন্দু অধিকারী জানান, যাঁর আত্মসম্মান রয়েছে সে তৃণমূলে থাকতে পারবে না। তোলাবাজ ভাইপোর হাত থেকে রাজ্যকে বাঁচাতে হবে। সে জন্যেই আমি বিজেপিতে যোগ দিয়েছি। ওরা কয়লা, বালি, পাথর, গরু নিয়ে তোলাবাজি করেছে। এবার ক্ষমতায় এলে কিডনি পাচার করবে।

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে। তার তদন্ত করতে হবে। আমি মনে করি, কেন্দ্র-রাজ্যে একই দলের শাসন হওয়া উচিৎ। তাই বাংলাকে মোদীজির হাতে তুলে দিতেই হবে।

শুভেন্দুর অভিযোগ, রাজ্যে যুবকদের চাকরি নেই। সব স্থায়ী সরকারি চাকরির পদ তুলে দেওয়া হয়েছে। ২০১৪ সালের পর থেকে কোনও নিয়োগ হয়নি। টেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে। অস্থায়ী কর্মীদের যা বেতন দেওয়া হয় তাতে সংসার চলে না। তাই পরিবর্তনের পরিবর্তন চাই।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।