Thursday, June 19, 2025
Latestখেলা

ব্যাট করার সময় ওয়ার্নারের মেয়ে বলে উঠল, ‘আমি বিরাট কোহলি হতে চাই’

মেলবোর্ন: ডেভিড ওয়ার্নার এবং বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের দুই সেরা তারকা। ডেভিড ওয়ার্নারের একরত্তি মেয়ে বাবাকে নয়, অনুসরণ করতে চায় বিরাট কোহলিকে। কোহলিই ডেভিড ওয়ার্নারের মেয়ের আইডল! সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল ওয়ার্নার কন্যার একটি ভিডিও। যেখানে ছোট্ট মেয়ে আইভি মে’কে (Ivy Mae) ব্যাট হাতে বলতে শোনা গিয়েছে, আমি বিরাট কোহলি। আমি রেডি। ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস মেয়ের সেই ভিডিও আপলোড করেছেন।

ক্যান্ডিস সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আমার ছোট্ট মেয়েটা ভারতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছে। তাই ও বিরাট কোহলির মতো হতে চায়।

 

View this post on Instagram

 

I’m not sure about this one ??. Indi wants to be @virat.kohli Caption This?? ??

A post shared by David Warner (@davidwarner31) on


এই ভিডিও দেখে বিরাট কোহলি লেখেন, অস্ট্রেলিয়ায় আমার ভারতীয় ভক্তকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। খুব মিষ্টি মেয়ে। গোটা পরিবারের প্রতি শুভকামনা রইল।

প্রসঙ্গত, ওয়ার্নারের চেয়ে মোট রানে এগিয়ে বিরাট কোহলি। ১৭৭ টা ম্যাচ খেলে কোহলি করেছেন ৫৪১২ রান এবং ওয়ার্নারের রান হল ১২৬টা ম্যাচে ৪৭০৬। তবে রানের গড়ে কোহলির (৩৭.৮৪) চেয়ে এগিয়ে ওয়ার্নার (৪৩.১৭)।