খড়গপুর, করিমপুর, কালিয়াগঞ্জে তৃণমূলের জয়ের পর কি বললেন প্রশান্ত কিশোর ?
কলকাতা: রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেল তৃণমূল। অনেকেই মনে করছেন, এটা সম্ভব হয়েছে পিকে ম্যাজিকের কারণেই। বৃহস্পতিবার ছিলো করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুর উপনির্বাচনের ভোট গণনা। গণনার শুরুতেই দেখা যায়, ৩ কেন্দ্রেই বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। সময় যত গড়ায়, ব্যবধান তত স্পষ্ট হয়। ৩ কেন্দ্রই জয় নিশ্চিত করে নেয় তৃণমূল।
কালিয়াগঞ্জ ও খড়গপুরে এই প্রথমবার জয় পেল তৃণমূল শিবির। এর আগে তৃণমূল কখনও এই দুই আসনে জেতেনি। উপনির্বাচনের এই ফলাফলে দারুণ খুশি ভোটগুরু প্রশান্ত কিশোর। তিনি বলেন, এই ফলাফলে আমি দারুণ খুশি। দায়িত্ব হাতে নিয়েই তৃণমূলকে একাধিক বিষয়ে পাঠ দিয়েছে একদা মোদীর জয়ের অন্যতম কারিগর প্রশান্ত কিশোর।
পেশাদারি ভঙ্গিতে ‘দিদিকে বলো’-সহ নানা কর্মসূচিও গ্রহণ করেন তিনি। আর এরপরই কালিয়াগঞ্জ, খড়গপুর ও করিমপুর বিধানসভার উপনির্বাচনে জয় পেল তৃণমূল। ওয়াকিবহাল মহলের মতে, প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রশান্ত কিশোরের ভোট কৌশল। তবে আসল পরীক্ষা রাজ্যের পুরভোট। তারপর ২০২১ সালে বিধানসভা ভোট।
উল্লেখ্য, এদিন সবচেয়ে ‘কঠিন জয়’ এসেছে মালদার কালিয়াগঞ্জে। গত লোকসভা নির্বাচনে এই বিধানসভায় প্রায় ৫৭ হাজার ভোটে জিতেছিল বিজেপি। অথচ, এবার সেখানে ২ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় হাসিল করল তৃণমূল।