Monday, June 16, 2025
Latestদেশ

নাগরিকত্ব আইন নিয়ে কেরল সরকারের ভূমিকায় ক্ষোভ জানালেন সেরাজ্যের রাজ্যপাল

তিরুবন্তপুরম: সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেরল সরকার। পিনারাই বিজয়নের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার ক্ষোভ উগরে দিলেন সে রাজ্যের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তাঁকে না জানিয়েই নাগরিকত্ব সংশোধী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় কেরল সরকারের তীব্র নিন্দা করলেন আরিফ মহম্মদ খান।

গোটা ঘটনাটিকে ‘রীতি ও সৌজন্যে লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন তিনি। এই ঘটনাটি ‘সংবাদপত্রের মাধ্যমে’ জানতে পেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল।

আরিফ মহম্মদ খান সংবাদ সংস্থা এএনআইকে বলেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমার কোনও আপত্তি নেই। তবে আগে আমাকে জানিয়ে দেওয়া উচিত ছিল। আমি রাজ্যের সাংবিধানিক প্রধান। অথচ সংবাদপত্রের মাধ্যমে আমাকে ঘটনাটি সম্পর্কে অবগত হতে হল। সাফ বলছি, আমি কোনও রবার স্ট্যাম্প নই।


রাজ্যপাল বলেন, আমার অনুমোদন ছাড়াই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে কি না তা আমি খতিয়ে দেখব। অনুমোদন না নিলেও একবার অন্তত আমাকে জানাতে পারত পিনারাই বিজয়নের সরকার।