বাংলা সফর ঘিরে আমি উৎসাহিত, রাজ্যে আসার আগে বললেন মোদী
কলকাতা: আজ, শনিবার দু’দিনের সফরে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকাল সাড়ে ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন মোদী। কলকাতা সফরের আগে সকালে টুইট করেন নমো। টুইটে তিনি লেখেন, আজ ও আগামীকাল বাংলা সফর ঘিরে আমি উত্তেজিত। স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে রামকৃষ্ণ মিশনে যাওয়া সৌভাগ্যের। বেলুড় মঠ বরাবরই আমার কাছে একটি বিশেষ জায়গা।
দু’দিনের কলকাতা সফরে এক মঞ্চে দেখা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৈঠকের সম্ভাবনাও রয়েছে। তবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। সেই ভার পড়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের উপর। বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাবেন ফিরহাদ। জানা গেছে, সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন ফিরহাদ হাকিম।
I am excited to be in West Bengal today and tomorrow. I am delighted to be spending time at the Ramakrishna Mission and that too when we mark Swami Vivekananda’s Jayanti. There is something special about that place.
— Narendra Modi (@narendramodi) January 11, 2020
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জলপথে কলকাতা থেকে বেলুড় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এই সফরে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। সূত্র বলছে, এর মধ্যে দুটি জায়গায় প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকেও। শোনা যাচ্ছে, রাজভবনে অবস্থানকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর।