Tuesday, March 25, 2025
দেশ

‘আমার বাবা বাংলাদেশি, তাহলে আমাকেও বের করে দিন’, NRC নিয়ে ক্ষোভ অধীরের

নয়াদিল্লি: শনিবার সকাল ১০ টায় অসমের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, তালিকায় নাম নেই ১৯ লাখ মানুষের। এনআরসি তালিকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

অধীরবাবু বলেন, আমার বাবাও বাংলাদেশের লোক ছিলেন। সেই হিসেবে আমিও তো বহিরাগত। আমাকেও বার করে দিক! প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, যে ভাবে এনআরসি তালিকা তৈরি হয়েছে, তাতে বহু সঠিক নাম বাদ গিয়েছে।

অধীরবাবুর দাবি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যর্থ হয়েছেন সঠিক তালিকা তৈরি করতে। অধীরবাবু বলেন, কেন্দ্রীয় সরকারের উচিৎ সংসদে এনআরসি পরিচালনা করা। কংগ্রেস বরিষ্ঠ নেতারা শনিবার সকালে দিল্লির দশ নম্বর জনপথে বৈঠকে বসেন। সেখানে অধীর চৌধুরী বলেন, সরকার অসমে বিষয়টি পরিচালনা করতে ব্যর্থই হয়েছে।

অধীর রঞ্জন বলেন, কোনও প্রকৃত নাগরিককে কোনও অবস্থাতেই বহিষ্কার করা উচিত নয় এবং সমস্ত প্রকৃত নাগরিককে অবশ্যই সুরক্ষা দিতে হবে।