আমি পাকিস্তানি, যা করার করে নিন: কংগ্রেস নেতা অধীর চৌধুরী
বসিরহাট: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে ফের একবার বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেসের লোকসভায় নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, হ্যাঁ আমি পাকিস্তানি। নরেন্দ্র মোদী- অমিত শাহ যা করার করে নিক।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে অধীর চৌধুরী বলেন, ভারত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বাবার সম্পত্তি নয়। কোনও ভাবেই নাগরিকত্ব সংশোধনী আইনকে কংগ্রেস সমর্থন করবে না। আমি পাকিস্তানি, বিজেপির যা করার করে নিক, ভয় পাই না।
বিজেপিকে কটাক্ষ করে অধীর চৌধুরী বলেন, দিল্লিতে রঙ্গবিলা চলছে। অধীরবাবুর অভিযোগ, মোদী- অমিত শাহ যা বলবেন তাই মেনে নিতে হবে, নইলে তাঁকে দেশদ্রোহী বলা হচ্ছে।
অধীর চৌধুরী বলেন, আমরা কোথায় আছি? আমাদের সেটাই করতে বলা হয়, যেটা মোদী- অমিত শাহ বলেন। আমি এটা স্বীকার করতে পারব না। এই দেশ নরেন্দ্র মোদী- অমিত শাহের পৈতৃক সম্পত্তি না। এটা ওই দুজনকে বুঝতে হবে।
পুলওয়ামা ভয়াবহ জঙ্গি হামলার বিষয়ে নতুন করে তদন্তের দাবি করেছিলেন অধীর চৌধুরী। পুলওয়ামা হামলায় পাকিস্তান না অন্য কারও হাত রয়েছে ? তা নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। এরপরেই বিজেপি অভিযোগ তুলেছিল, পাকিস্তানের ভাষায় কথা বলছে কংগ্রেস।