Friday, June 20, 2025
Latestদেশ

শুধু ওই তরুণী চিকিৎসকের দেহ পুড়েনি, দগ্ধ হয়েছে ভারতের নারী আত্মা: বিরাট কোহলি

মুম্বাই: হায়দরাবাদে তরুণী চিকিৎসককে গণধর্ষণ ও পুড়িয়ে খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। কেউ চাইছেন দোষীদের ফাঁসি দেওয়া। অভিযুক্তদের একজনের মা চেয়েছেন, তার ছেলেকেও পুড়িয়ে মারা হোক। আবার কেউ দাবি জানিয়েছেন, ধর্ষকদের সর্বসমক্ষে এনে গণপিটুনি দেওয়া উচিত। এবার হায়দরাবাদ গণধর্ষণ কান্ডের প্রতিবাদে সবর হলেন বিরাট কোহলি।

ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লিখেছেন, হায়দরাবাদে যা ঘটেছে অত্যন্ত নিন্দাজনক। সময় এসেছে সমাজের এমন অমানবিক ঘটনা বন্ধ করতে দেশের প্রতি নাগরিককে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এর আগেও মহিলাদের বিরুদ্ধে হওয়া একাধিক ঘটনা নিয়ে সরব হয়েছিলেন বিরাট। বছর কয়েক আগে বেঙ্গালুরুতে প্রকাশ্য রাস্তায় মহিলদের শ্লীলতাহানীর ঘটনাতেও কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন বিরাট।


ভারতের ক্রিকেট মহল থেকে শুরু করে আমজনতা সকলেই গর্জে উঠেছেন ধর্ষণের বিরুদ্ধে। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়ে নারী সুরক্ষায় আরও কড়া পদক্ষেপের দাবি তুলেছেন অনেকেই। অনেকে আবার মোমবাতি হাতে নিয়ে মিছিলে নেমেছেন।

ধর্ষণের ঘটনা সামনে এলেই আন্দোলনের নামে আমজনতা মোমবাতি হাতে রাস্তায় নেমে পড়ে। একদিকে চলে ধর্ষণ বিরোধী প্রতিবাদ। অন্যদিকে, একের পর এক পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেই চলে। নিভে যায় একের পর এক প্রাণ। কিন্তু কখনও কখনও সেই প্রাণ গুলো আবার চিৎকার করে ওঠে বাঁচার জন্য। কিন্তু বাঁচতে দেয় না তারা। তারা সমাজে এমন এক প্রাণী যারা পশুর চেয়েও ভয়ানক। পৈশাচিক কিছু নরপিশাচ খুবলে খুবলে খেয়েছে তাদের দেহ। তাতেও তাদের তৃষ্ণা মিটেনি। তারা বর্বোরচিত ভাবে খুুন করেছে ওইসব নিষ্পাপ প্রাণকে। এভাবেই তারা উন্মাদনার কামরসে নিজেদের সিক্ত করেছে বারবার।