Sunday, June 22, 2025
Latestদেশ

পুলিশ কর্মীদের দেখেই অভিনন্দন জানালো ছাত্রীরা, দেখুন ভিডিওতে

হায়দরাবাদ: হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনার অভিযুক্ত চার অভিযুক্তকে এনকাউন্টারের খবরে উচ্ছাসিত গোটা দেশ। জানা গেছে, শুক্রবার ভোর ৫:৪৫ টা থেকে ৬:১৫ টার মধ্যে এই এনকাউন্টার করা হয়েছে। এই এনকাউন্টারের খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে প্রশংসার বন্যায় ভাসছে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পুষ্পবৃষ্টি করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হায়দরাবাদের রাস্তার ধারে দাঁড়িয়ে কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাঁদের দেখেই একটি চলমান বাসের মধ্যে থাকা একদল ছাত্রী উচ্ছ্বাসে অভিনন্দন জানাচ্ছে পুলিশদের।


এছাড়া, পুলিশের চলার পথ গোলাপের পাপড়ি ভরিয়ে দেওয়া হয়, হায়দরাবাদের মানুষ পুষ্প বৃষ্টি করেন। অনেকেই মনে করছেন, সাইবারাবাদ পুলিশের তৎপরতায় ন্যায় বিচার পেলেন হায়দরাবাদের ২৬ বছরের তরুণী পশু চিকিৎসক। যারা এই এনকাউন্টারের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকান্ডের দীর্ঘ ৭ বছর পেরিয়ে গিয়েছে দোষীদের ফাঁসির সাজা এখনও কার্যকর করা হয়নি কেন ?

সাইবারাবাদ পুলিশের কমিশনার ভি সি সজ্জানার জানিয়েছেন, তরুণী পশু চিকিৎসকের ধর্ষণ ও খুন করার ঘটনায় ওই ৪ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডের চতুর্থ দিন ঘটনার পুনর্নির্মাণ করার জন্য তাদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেই সময় পুলিশের বন্ধুক ছিনিয়ে নেয় অভিযুক্ত মহম্মদ আরিফ ও কেশবুলু। পুলিশকে লক্ষ্য করে তারা গুলি করতে শুরু করে। বাধ্য হয়ে পুলিশ গুলি চালালে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্ত মহম্মদ আরিফ, নবীন, শিবা ও চেন্নাকেসাভুলুর।