নিশীথ প্রামাণিক সহ পঞ্চায়েতের ৩০০ নির্বাচিত সদস্য বিজেপিতে
কোচবিহার: বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন কোচবিহারের বহিষ্কৃত তৃণমূল যুব নেতা নিশীথ প্রামাণিক। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। সূত্রের খবর, নিশীথের বিজেপিতে যোগদানের পেছনে মুকুল রায়ের অবদান সবচেয়ে বেশি।
গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর নিশীথ প্রামাণিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছি। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর দল বিরোধী কাজের অভিযোগে নিশীথকে বহিষ্কার করে তৃণমূল। এরপর থেকে নিশীথের বিজেপিতে যোগ নিয়ে চলছিল জল্পনা। অবশেষে সব জল্পনার অবসান হলো।
বিজেপি নেতা মুকুল রায়ের দাবি, পঞ্চায়েতের বিভিন্ন স্তরের প্রায় ৩০০ নির্বাচিত সদস্য যোগ দেবেন বিজেপিতে। মুকুলবাবুর কথায়, এত বড় যোগদান আগে কখনও বাংলার রাজনীতিতে হয়নি। সব মিলিয়ে ৪০০ শাসক দলের নেতাকর্মী এ দিন বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে, আসন্ন লোকসভা নির্বাচনে নিশীথকে কোচবিহার থেকে প্রার্থী করা হতে পারে, এই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এবিষয়ে বিজেপির তরফে কিছু জানা যায়নি।