Friday, June 20, 2025
Latestবিনোদন

‘সুপার থার্টি’র জন্য দাদাসাহেব ফালকে ফাউন্ডেশন পুরস্কার ২০২০-র সেরা অভিনেতা হৃত্বিক

মুম্বাই: ‘সুপার ৩০’-তে হৃত্বিক রোশন সুপার পারফরম্যান্স করেছিলেন। এবার হৃত্বিক রোশনের ঝুলিতে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। দাদাসাহেব ফালকে ফাউন্ডেশন সেরা অভিনেতা হিসাবে সম্মানিত করল হৃত্বিক রোশনকে। বৃহস্পতিবার মুম্বাইয়ে আয়োজিত দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কারও জিতে নিয়েছে ‘সুপার ৩০’।

‘সুপার ৩০’ ছবিতে গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে অভিনয়ের জন্য দাদা সাহেব ফালকে ফাউন্ডেশন পুরস্কার ২০২০-র সেরা অভিনেতা নির্বাচিত হলেন হৃত্বিক। বিহারের বাসিন্দা আনন্দ কুমার ৩০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াকে নিজের প্রচেষ্টায় আইআইটির প্রবেশিকা পরীক্ষার জন্য তৈরি করেছিলেন।

হৃত্বিক রোশন আনন্দ কুমারের চরিত্রে ‘সুপার থার্টি’তে অভিনয় করেন। সুপার ৩০-র এই স্বীকৃতি নিয়ে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বয়ং আনন্দ কুমার।


এদিকে, ‘সুপার ৩০’ ছবিটি দেখে হলিউডে এই ছবি বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন বিদেশের বহু পরিচালক।