Tuesday, March 25, 2025
বিনোদন

বিশ্বের সবচেয়ে ‘সুদর্শন’ পুরুষ হৃত্বিক রোশন

বিশ্বের সব থেকে হ্যান্ডসাম পুরুষের শিরোপা জিতলেন হৃত্বিক রোশন। ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম, হলিউড অভিনেতা রবার্ট প্যাটিসন, ক্রিস ইভানসরা এই তালিকায় থাকলেও তাঁদের হারিয়ে সেরার তকমা জিতলেন ঋত্বিক।

তবে এবার অবশ্য এই প্রথম নয়। এর আগেও বিশ্বের অন্যতম ‘গুড লুকিং ম্যান’ -এর তকমা পেয়েছেন হৃত্বিক। এবার হৃত্বিককে বিশ্বের সব থেকে হ্যান্ডসাম পুরুষের তকমা দিয়েছেন একটি মার্কিন সংস্থা।

এই তকমা পাওয়ার পর হৃত্বিক বলেন, এই শিরোপা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তবে তাঁর মতে, চেহারার থেকে বড় জিনিস চরিত্র। ভালো চরিত্রের মানুষের চেহারা এমনিতেই আকর্ষণীয় হয়ে ওঠে।

মেদহীন, পেশীবহুল দেহ, এইট প্যাক অ্যাবস। শক্ত লম্বা চোয়াল ও তীক্ষ্ণ চোখ। যেন পাথর খোদাই করে শিল্পীর হাতে ফুটে উঠেছে তাঁর দেহ। সারা বিশ্বের কাছেই ‘ফিটনেস আইকন’ হৃত্বিক।