এবার পড়ুয়াদের মিড ডে মিলে দেওয়া হল মুড়ি-চানাচুর
বালি: মিড ডে মিলে নুন-ভাত খাওয়ানোর ছবি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এবার ফের বালির জোড়া অশ্বত্থতলা প্রাথমিক বিদ্যালয়ে একই ধরনের চিত্র দেখা গেল। পড়ুয়াদের মিড ডে মিলে দেওয়া হল শুকনো মুড়ি আর চানাচুর। এই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কেন ওই পড়ুয়ারা মিড-ডে মিলে মুড়ি, চানাচুর খাচ্ছে?
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ওভেন খারাপ হয়ে গিয়েছে। সোমবার রান্নার সময় গ্যাস লিক করছিল। রান্না হয়নি। তাই বাধ্য হয়েই পড়ুয়াদের দুপুরে ভাতের বদলে মুড়ি চানাচুর খেতে দেওয়া হয়। আর মঙ্গলবার সেই ওভেন ঠিক করানো হয়নি, যার ফলে স্কুলে রান্না হয়নি। সেকারণেই মঙ্গলবারও ভাতের বদলে পড়ুয়াদের জন্য মুড়ি, চানাচুরের ব্যবস্থা করা হয়।
বিষয়টা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। আশেপাশের লোকজনই এরপর কেক কিনে এনে খাওয়ান বাচ্চাদের। তবে কেন দু’দিন ধরে বাচ্চাদের খাবারে বিকল্প ব্যবস্থা হল না?
স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, সোমবার তিনি স্কুলে অনুপস্থিত ছিলেন। গ্যাস ওভেন সারানোর জন্য পাঠানো হয়েছে। সেটা মঙ্গলবার পাওয়া যায়নি। তাই রান্না হয়নি। তবে বুধবার থেকে কোনও সমস্যা থাকবে না, আবার রান্না হবে বলে আশ্বাস দেন তিনি।