বুদ্ধিমান মানুষের কিছু বৈশিষ্ট্য
একজন বুদ্ধিমান মানুষকে আপনি কিভাবে সনাক্ত করতে পারবেন?
আমার দেখা বুদ্ধিমান মানুষের কিছু বৈশিষ্ট বলছি। আমার কাছে মনে হয় কোন মানুষের মধ্যে এই বৈশিষ্টগুলা থাকলে সে অন্যদের তুলনায় অনেকটাই বুদ্ধিমান।
- জানার আগ্রহ প্রচুর কাজ করে এই ধরনের মানুষ গুলার মধ্যে। যে কোন কিছু মনোযোগ দিয়ে শুনবে এবং এর সম্পর্কে প্রশ্ন করবে।
- বুদ্ধিমান মানুষ একটু চুপচাপ একাকী থাকতে পছন্দ করে। কোন কিছু সম্পর্কে তাঁদের জ্ঞান থাকলে তার উত্তর দেয়ার চেষ্টা করে।
- খোলা মনের হয়। মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি তাদের কখনোই পছন্দ হয় না।
- আজব আজব শখ পালন করা তাদের অন্যতম একটা বৈশিষ্ট।
- বুদ্ধিমান মানুষ একটু চুপচাপ একাকী থাকতে পছন্দ করে। কোন কিছু সম্পর্কে তাদের জ্ঞান থাকলে তার উত্তর দেয়ার চেষ্টা করে। অহেতুক কথাবার্তা বা তর্ক থেকে নিজদের দূরে রাখে।
- অহেতুক কথাবার্তা বা তর্ক থেকে নিজদের দূরে রাখে।
- গতানুগতিক চিন্তা ভাবনা থেকে নিজেদের আলাদা রাখে।
- সবসময় কিছু নিয়ে ভাবতে থাকে।
- অনুমান বা ভবিষ্যৎ সম্পর্কে ধারনা ভালো থাকে।
- কোন কোন ক্ষেত্রে বুদ্ধিমানরা প্রচন্ড আত্মবিশ্বাসী হয়।
- বুদ্ধিমান মানুষ আছে যারা নিজে নিজেই আনন্দে থাকতে জানে। সাধারণ মানুষ যেভাবে খুশি থাকে, তারা সেসব নিয়ে ভাবেই না। তারা বেড়াতে যাওয়া, ফূর্তি করা বা পার্টিতে যাওয়া – এসব করার বদলে শুধু নিজেদের কাজ নিয়ে থাকে।
লিখেছেন – Sanjida Swapna


